Date : 2024-03-29

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব

ওয়েব ডেস্ক: পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। তবে এই মামলাটি দেওঘর কোষাগারে সঙ্গে যুক্ত একটি মামলা।দেওঘর কোষাগার থেকে ৮৯.২৭ লক্ষ টাকার জালিয়াতি মামলায় জামিন পেয়েছেন লালু।এই মামলায় সাড়ে ৩ বছরের জেলের মধ্যে প্রায় অর্ধেক সময় জেলে অতিবাহিত করেছেন আরজেডি সুপ্রিমো।

যদিও আপাতত অন্য ২ টি মামলায় জেলেই থাকতে হচ্ছে লালুকে।১৯৯০ সালে ৯০০ কোটি টাকার পশু খাদ্য জালিয়াতি মামলায় দেওঘর, দুমকা, এবং চাইবাসার ২ টি কোষাগার থেকে টাকা তোলা হয়। এই সময় অবিভক্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। এর মধ্যে সেইসময় চাইবাসার ২ টি কোষাগার সংক্রান্ত মামলায় জামিন পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন: দারিদ্রতা মুছতে দ্রততার সঙ্গে কাজ ভারতের, প্রথম ঝাড়খন্ড

এখন আপাতত বিরাসা মুন্ডার সেন্ট্রাল জেলে রয়েছেন তিনি।ডিসেম্বরের ২০১৭ সাল থেকে জেলে রয়েছেন লালু। তার চিকিৎসা চলছে রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে।