ওয়েব ডেস্ক: কিছুদিন আগে উত্তরপ্রদেশের দুটি বোনের খবর মিলেছিল যারা ছেলে সেজে দীর্ঘদিন ধরে তাদের বাবার সেলুন চালাচ্ছে।
আরও একবার স্টেরিওটাইপের লোহার বাঁধন ভেঙে মুম্বাইয়ের একটি মেয়ে গড়ল নজির। ভারতের প্রথম বাসচালক হল সেই মেয়ে। প্রতীক্ষা দাস নামের ২৪ বছরের মেয়েটি দেখে আপ পাঁচটা লোকের থেকে আলাদা এক স্বপ্ন।
প্রতীক্ষা আসলে একজন মেকানিকাল ইঞ্জিনিয়ার। সে স্বপ্ন দেখে আর.টি.ও. অফিসার হওয়ার। তার ইচ্ছে সমস্ত ধরনের গাড়ি চালানোর।
ছোটোবেলায় ৮ বছর বয়সে প্রতীক্ষা প্রথম বাইক চালানো শেখে। তার মামার বাইক নিয়েই সে এই গ্রাম ওই গ্রাম চক্কর দিয়ে বেড়াত।
আরও পড়ুন : কসমপলিটান দ্যুতি চন্দকে দিল ‘India’s First Openly Gay Athlete’ এর তকমা…
তার মামা ও বাড়ির লোকেরা অবাক হত এটা দেখে যে এতো ছোটো বয়সী একটা বাচ্চা কি করে ২ দিনে বাইক চালানো শিখতে পারে?
কিন্তু ৬ টনের একটি গাড়ি চালানো চাট্টিখানি কথা নয়! বাস চালানো শেখার ট্রেনিং-এর সময় বেশ কয়েকবার তাকে শুনতে হয় যে, মেয়ে হয়ে কি করে বাস চালাতে পারবে সে? কিন্তু প্রতীক্ষা করে দেখিয়েছে।
তাই আজ সে মহারাষ্ট্রের প্রথম মহিলা বাসচালক হিসেবে সম্মানিত হয়েছে। তবে এর মধ্যেও তাকবে বেশ কিছু না ভালো লাগা, কিছু খারাপ মন্তব্য, কিছু মানুষের ট্যারানো চোখের দৃষ্টি। কিন্তু প্রতীক্ষা এইসবকে পাত্তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।