ওয়েব ডেস্ক: শিরোনামে থাকাটা কঙ্গনার যে একটা স্বভাবের মধ্যেই পড়ে সেটা সবাই জানে।
তবে তার জন্য যে এতোটা বাড়াবাড়ি করবে সেটা হয়তো কেউই ভাবেনি। বেশকিছুদিন ধরেই সাংবাদিক ও কঙ্গনার মধ্যে চলছে একটা চাপানউতোর।
সম্প্রতি তাঁর নতুন সিনেমা “জাজমেন্টাল হ্যা কেয়া”র একটি গানের প্রমোশনে এসে একজন সাংবাদিকের সঙ্গে কথা কাটাকাটি হয়।
যার দরুণ অভিনেত্রী বেশ অনেকই খারাপ কথা বলেন জাস্টিন রাও নামক সেই সাংবাদিককে।
দোষারোপ করেন, “আমার ছবি মণিকর্নিকা নিয়ে কেন খারাপ রিভিউ লিখেছেন?” দিয়ে শুরু হয় বাকবিতন্ডা।
আরও পড়ুন : বৃষ্টির জেরে ধস, পাহাড়ে বন্ধ টয় ট্রেন…
এরপরে জল গড়ায় আরও অনেকদূর পর্যন্ত। বলেন মন্তব্য প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় সাংবাদিকদের গিল্ডের মেম্বাররা।
তারা “জাজমেন্টাল হ্যায় কেয়া”র প্রযোজক একটা কপুরের কাছে একটি লিখিত পাঠায়।
যেখানে লেখা ছিল যে কঙ্গনাকে ক্ষমা চাইতে হবে সবার সামনে, তবেই আবার কঙ্গনার কোনো প্রেস কনফারেন্সে তারা যাবে।
নাহলে তাঁকে বয়কট করবে গিল্ডের মেম্বাররা। সেই কারণেই বৃহস্পতিবার নিজের বোনের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করলেন একটি ভিডিও।
সেখানে কঙ্গনা বললেন, “আমি চাই সংবাদ মাধ্যমরা আমাকে ব্যান করুন। সেই সাংবাদিককে বলা হয় নাকি কেবল ফ্রিতে খেতেই আসে এরা প্রেস কনফারেন্সে। এদের আদৌ সাংবাদিক হওয়ার যোগ্যতাই নেই”।