Date : 2019-10-24

আপনি কী মাঙ্গলিক? তাহলে দেখে নিন মাঙ্গলিক দোষ কাটানোর উপায়…

ওয়েব ডেস্ক: মাঙ্গলিক দোষের কথা সবার কাছেই খুব চেনা। আপনার আশেপাশে অনন্তপক্ষে ২ ৩ জন এমন আছেই যে মাঙ্গলিক।

শোনা যায়, তাদের জন্মছকে আছে মাঙ্গলিক দোষ। তবে বৈবাহিক জীবনের সঙ্গে নাকি এই মাঙ্গলিক যোগের সম্পর্ক সবথেকে বেশি।

এই দোষ থাকলে বিবাহিত জীবন ভালো তো হয়ই না অশান্তি লেগেই থাকে, সঙ্গে খারাপের দিকে যেতে থাকে শরীরও।

আরো পড়ুন : ভারতের সর্বপ্রথম কনিষ্ঠ লেখক হয়ে নজির গড়ল ৪ বছরের অয়ন

ফলে বাড়তে থাকে মানসিক দুশ্চিন্তা। এছাড়াও মঙ্গলের দৃষ্টি থাকলে সেই ব্যক্তির স্বাস্থ্য খারাপ হতে থাকে।

স্বভাবে উগ্রতা আসে। বা সেই ব্যক্তির মায়ের শরীরও খারাপ হতে থাকে। আবার অনেক সময় এর প্রভাবে ব্যবসায় উন্নতি হতে চায় না।

আইনি ঝামেলাও বৃদ্ধি পায়। তা এই মাঙ্গলিক দোষটা আসলে কি? এই শব্দটি মূলত জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে যুক্ত। এই শাস্ত্র মতে মানুষের জীবনের সব ভাল-মন্দ নির্ধারিত হয় নাকি গ্রহদের দ্বারা।

আর এই মাঙ্গলিক দোষের নির্ধারক মঙ্গল গ্রহ। জেনে নিন কি কি করলে আপনি এই দোষ থেকে মুক্তি পেতে পারেন।

#Newsrplus_Biswas_Abiswas

বিশ্বাস অবিশ্বাস – বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা মেলে নাদেখুন আজ (09/07/19) রাত ১০ টায় শুধুমাত্র #Rplusnews এ#Newsrplus, #Biswas_Abiswas,

Posted by RPLUS News on Monday, July 8, 2019

১. হনুমান পুজো – প্রতি মঙ্গলবার করে পুজো করুন হনুমানজীর ও পাঠ করুন হনুমান চালিশা। হনুমান মন্দিরে মেটে সিঁদুর দিয়ে পুজো করুন। সঙ্গে জ্বালুন ঘি-এর প্রদীপ।

২. পশুদের সেবা – প্রতি মঙ্গলবার পশুদের খাওয়ান। যেমন, হনুমান, বিড়াল, কুকুর।

৩. বিবাহযোগ্য উভয়ই মাঙ্গলিক – দুজন মাঙ্গলিকের মধ্যে বিবাহ হলে এই দোষ কেটে যায়।

৪. প্রতীকী বিবাহ – কলা বা পিপুল গাছের সঙ্গে বিবাহ দেওয়া হলে এই দোষ কাটে।

৫. খাদ্যাভাস পরিবর্তন – প্রতি মঙ্গলবার উপোস করে তাকুন। আর খান অড়হর ডাল। নিরামিষ খাওয়ার চেষ্টা করুন।

৬. মন্ত্র পাঠ- প্রতি সপ্তাহের মঙ্গলবার নবগ্রহ মন্ত্র উচ্চারণ করুন। সঙ্গে ১০৮ গায়ত্রী মন্ত্র জপ করুন।