ওয়েব ডেস্ক: অবশেষে টনক নড়েছে কলকাতা মেট্রোর।
গত সপ্তাহে শনিবার সজল কাঞ্জিলালের মেট্রোতে হাত হাটকে মর্মান্তিক মৃত্যুর পরে একটু নড়েচড়ে বসেছে মেট্রো কর্তৃপক্ষ।
এবার থেকে মেট্রোয় তাড়াহুড়ো করে উঠতে যাওয়া যাত্রীদের মধ্যে কেউ যদি দরজা আটকানোর চেষ্টা করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে মেট্রো কর্তৃপক্ষ।
অপরাধের গুরুত্ব অনুযায়ী হতে পারে হাজার টাকা পর্যন্ত জরিমানা। আবার ছ’মাস পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।

তবে অপরাধের মাত্রা বেশি হলে জেল ও জরিমানা, দুটোই একসঙ্গে হবে, বলে জানাল মেট্রো কর্তৃপক্ষ।
বুধবারই কলকাতা মেট্রোর তরফে সব স্টেশনে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। যাত্রীদের সচেতন করতে প্রতিটি স্টেশনে ঘোষণাও শুরু হয়েছে।

এছাড়াও মেট্রোর প্ল্যাটফর্মে বসানো টেলিভিশনেও বিশেষ ভিডিওর মাধ্যমে যাত্রীদের এই বার্তা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : মা-বাবার ঝগড়ায় অতিষ্ট কিশোর আবেদন জানাল স্বেচ্ছামৃত্যুর…
যদি কোনও ব্যক্তি কোনও রেল কর্মচারীকে তাঁর কাজে বাধা দেন তবে সর্বোচ্চ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা ছ’মাসের কারাদণ্ড অথবা দুটোই হতে পারে।
আর এই আইনকে কাজে লাগিয়েই ‘বিশৃঙ্খল’ যাত্রীদের নিয়ন্ত্রণ করতে চাইছেন মেট্রো কর্তৃপক্ষ।