ওয়েব ডেস্ক: বেশিরভাগ সময়তেই বাড়ির বড়রা বোঝেননা বাচ্চাদের মন।
তাদের সঙ্গে বন্ধুর মতো মেশা তো দূরেরই কথা তাদের সামনেই চলে নিজেদের অশান্তিও। রোজ মা-বাবার ঝগড়া।
সেই ঝগড়া সহ্য করতে না পেরে বছর ১৫র কিশোর স্বেচ্ছামৃত্যু আবেদন করে চিঠি পাঠাল রাষ্ট্রপতিকে।
এমনই একটি চাঞ্চল্যকর ঘটনায় অবাক সবাই। রাষ্ট্রপতির নির্দেশে ঘটনাটি খতিয়ে দেখছে বিহারের ভাগলপুরের প্রধানমন্ত্রীর দফতর।
তদন্ত করে দেখা হচ্ছে এর কারণ। কেন একজন ১৫ বছরের কিশোর স্বেচ্ছামৃত্যু চাইবে? সঙ্গে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে। ওই ১৫ বছরের ওই কিশোর তার বাবা-মায়ের রোজকার ঝগড়ায় এতটাই হতাশ, যে সে মৃত্যু চাইছে।
আর সেই কারণেই রাষ্ট্রপতির কাছে অনুমতি চেয়েছে সে। প্রায় ২ মাস আগে রাষ্ট্রপতিকে চিঠি লেখে ওই কিশোর। মঙ্গলবার সেই চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়। তার আসল বাড়ি বিহারে।
কিন্তু বর্তমানে সে ঝাড়খণ্ডে থাকে। দেওঘরে কিশোরের বাবা রাজ্য গ্রামোন্নয়ন দফতরের ম্যানেজার পদে কর্মরত। আর মা বিহারের পটনায় একটি ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
চিঠিতে সে বিবরণ দিয়েছে পুরো কারণটির। জানিয়েছে কী ভাবে তার বাবা-মায়ের ঝগড়ায় সে অতিষ্ঠ। আর এই ঝগড়া কি ভাবে তার পড়াশোনার ওপরেও গভীর প্রভাব ফেলছে। সে আরও জানিয়ছে, যে তার বাবা ক্যানসারে আক্রান্ত।
তার মায়ের নির্দেশে সমাজবিরোধীরা তার বাবাকে বার বার হুমকি দিচ্ছে। কিশোরের মা-বাবা দু’জনেই একে অপরের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে ভাগলপুর জেলা প্রশাসন। গোটা বিষয়টির তদন্ত চলছে।