Date : 2024-04-18

হ্যাক হয়নি তো আপনার হোয়াটসঅ্যাপ?…

ওয়েব ডেস্ক: আজকাল কেউ হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপলিকেশন ব্যবহার করে না এমন লোক খুব কমই পাওয়া যায়।

এই অ্যাপগুলির জনপ্রিয়তা এখন অনেক তুঙ্গে।

তবে সুরক্ষিত নয় এই অ্যাপগুলিও। এই অ্যাপগুলির মাধ্যমে পাঠানো মিডিয়া ফাইলগুলি আসলে ম্যালওয়ার সংক্রমণের শিকার।

ফলে ফাঁস হতে পারে আপনার গোপন তথ্য।

আরও পড়ুন : এবার লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারে রূপান্তরকামীদের অর্থ সাহায্য দেবে সরকার…

সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট সিমান্টেক থেকে সম্প্রতি এমন খবরই জানিয়েছেন। তাদের মতে, স্মার্টফোনে যখন মিডিয়া ফাইলগুলি ঢোকে তখন ফোনে থাকা অন্য ফাইলগুলোও সংক্রমিত হয়ে পড়ে।

#Newsrplus_Ranakhetra

একের পর এক পুরসভা দখল তৃণমূলের, আলগা হচ্ছে কি মুকুল রায়ের রাশ? ২১ শে জুলাইয়ের আগে সম্মুখ সমরে তৃণমূল-বিজেপি।দেখুন 'পুর্নদখলের লড়াই' রণক্ষেত্রে আজ রাত ৮ টায়।

Posted by RPLUS News on Tuesday, July 16, 2019

ফোনের দুটি স্টোরেজ থাকে, ইন্টারনাল ও এক্সটারনাল। তবে এতে ইন্টারনাল স্টোরেজে খুব একটা প্রভাব না পড়লেও, এক্সটারলান স্টোরেজে সংক্রামিত হয়।

সেইকারণেই মিডিয়া ফাইলগুলি আপনার স্মার্টফোনে লোড হতে যতটা সময় নেয় তারই মধ্যে হ্যাকাররা তাদের ম্যালওয়্যার সেই ফোনে ছড়িয়ে দেয়। ফলে মোবাইলের অন্য মিডিয়া ফাইলগুলি একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে হ্যাকাররা ওত পেতে বসে থাকে।

#Newsrplus_Biswas_Abiswas

"বিশ্বাস অবিশ্বাস" দেখুন আজ রাত ১০ টায় শুধুমাত্র "Rplus" এ। #Rplusnews,

Posted by RPLUS News on Tuesday, July 16, 2019

কোনো মিডিয়া ফাইল ফোনে ঢোকার আশায়। তারপরে তারা সেই মিডিয়া ফাইল লোড হওয়ার ফাঁকে ম্যালওয়্যার দিয়ে সংক্রামিত করে তোলে ফোনকে। ফলে ইউজাররা কখনই আসল ফাইলগুলো দেখতে পান না।

আরও পড়ুন : ১৭ বার গুলি খেয়েও শান্তির বার্তা ছড়াচ্ছে বছর পাঁচেকের সারমেয়…

ফলে এই ম্যালওয়্যার শুধু যে গ্রহীতার ফোনেই বাসা বেঁধেছে তা নয়, যিনি ওই মিডিয়া ফাইল হোয়াটস্যাপ কিংবা টেলিগ্রামের মাধ্যমে পাঠাচ্ছেন তাঁর ফোনেও রয়েছে।