Date : 2024-04-25

কুলভূষণ মামলা, আর্ন্তজাতিক বিচারালয়ে রায় দান আজ

ওয়েব ডেস্ক- কুলভূষণ মামলা নিয়ে আর্ন্তজাতিক আদালতে রায়দান আজ। আজ সন্ধ্যে  ৬.৩০ নাগাদ রায়দান প্রদান করবে আর্ন্তজাতিক আদালতের ১০ বিচারপতির বেঞ্চের প্রধান বিচারপতি কাওয়াই আহমেদ ইউসুফ।

#Newsrplus_Biswas_Abiswas

"বিশ্বাস অবিশ্বাস" দেখুন আজ রাত ১০ টায় শুধুমাত্র "Rplus" এ। #Rplusnews,

Posted by RPLUS News on Tuesday, July 16, 2019

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের চাবাহর বন্দর থেকে ২০১৬ সালের ৩ মার্চ গ্রেফতার হন ভারতীয় প্রাক্তন নৌ-আধিকারিক কূলভূষণ যাদব।পাকিস্তানের আদালতে বিচারে তাঁর মৃত্যু দন্ড ঘোষণা করা হয়। ভারতীয় চর সাবস্ত্য করে এই রায় প্রদান করা হয়।সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আর্ন্তজাতিক আদালতের দারস্থ হয় ভারত।

গার্ডহীন লেভেল ক্রসিং-এ নবদম্পতির গাড়িতে ট্রেনের ধাক্কা, মৃত ১১

পাকিস্তানের পক্ষ থেকে গুপ্তচর বৃত্তির দাবি করা হলেও ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নৌ বাহিনী থেকে অবসরের পর ইরানে ব্যবসার কাজে যুক্ত ছিলেন কূলভূষণ। তবে ভারতের এই দাবি মানতে চায়নি পাকিস্তান।তাছাড়া কূলভূষণকে ভারতীয় হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ না করতে দেওয়ার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে।