ওয়েব ডেস্ক: কেটে গেছে এক বছরেরও বেশি সময়।
কিন্তু তার জায়গা থেকে নড়েনি পোষ্যটি।
২০১৭ সালের নভেম্বরের ৭-এ মারা যায় সারমেয়টির মালিক। একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।
আজ প্রায় ১৮ মাস ধরে এখনও সেই দুর্ঘটনা স্থলে বসে থাকে দুর্ঘটনায় মৃত মানুষটির পোষা সারমেয়টি।
সেই দুর্ঘটনা স্থল থেকে সমরমেয়টির বাড়ি প্রায় ১২ কিমি দুরত্বে। কি ভাবে যে প্রতিদিন অতো দূর থেকে নিয়ম করে এসে বসে থাকে তা সবার কাছে খুব চমকপ্রদ একটি ঘটনা। আশেপাশের লোকেরা সেই জায়গাটিতে তার বসার ও খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে।
প্রতিদিন সে আসে, ওখানে এসে ঘোরে, বসে, খায় চলে যায়। অনেকেই তাকে দত্তক নিতে চাইলে বা বাড়ি নিয়ে যেতে চাইলেও সে যায়নি।
কুকুররা সবসময় এরকম অনেক নজির করেছে। কারণ তাদের মনে মালিকের প্রতি ভালোবাসাটা থাকে অন্যরকম। যার কোনো বিকল্প নেই।
মনে আছে টোকিয়োর সেই হেচিকো কুকুরটির কথা?
যে তার মালিক মারা যাওয়ার পরও ৯ বছর পর্যন্ত ট্রেন স্টেশনের সামনে বসে থাকে তার মালিকের আশায়। শেষ পর্যন্ত সখানেই বসে বসে মারা যায় হেচিকো। এই গল্পটিও মনে করিয়ে দেয় হেচিকোর ঘটনাটির কথাই।