Date : 2024-04-19

দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী শাহিদ খান আব্বাসি

ওয়েব ডেক্স : দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন পাকিস্তানের পাক প্রধানমন্ত্রী শাহিদ খান আব্বাসি। পাকিস্তানের দুর্নীতি দমন শাখার তরফে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে।ন্যাবের পক্ষ  থেকে জানানো হয়েছে গত বছরের একটি মামলায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে শাহিদকে।

এলএনজি টার্মিনাল প্রজেক্টের দুর্নীতি মামলায় অভিযুক্ত ছিলেন তিনি।তবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তান পিপলস্ পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো। শাহিদ আব্বাসের গ্রেফতারিকে সরকারের প্রতিশোধমূলক কাজ বলে বর্ণণা করেন তিনি।

আরও পড়ুন : এবার থেকে প্লাস্টিক সংগ্রহ করে আনলেই মিলবে ভরপেট খাবার

ইমরানের সরকারের সঙ্গে অত্যন্ত তিক্ত সর্ম্পক রয়েছে শাহিদের পিএমএলএন পার্টির। এমনকি অন্যতম প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজের গ্রেফতারির মূল চক্রী হিসেবে ইমরানের দলকেই দায়ী করেছিলেন বিরোধী দলনেতারা।আয়ের বর্হিভূত সম্পত্তির অভিযোগে ২০১৭ সালে পাক সুপ্রিম কোর্টের নির্দেশে বরখাস্ত হন নওয়াজ।৭ বছর জেলের নির্দেশ দেওয়া হয় তাঁকে।