ওয়েব ডেস্ক: পাকিস্তানে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহি ট্রেনের সংঘর্ষ ।দুর্ঘটনায় মৃত ৮, জখম ৬০ এরও বেশি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রভিন্সে।জানা গেছে কোয়েটাগামী আকবর এক্সপ্রেস ওয়ালহার রেলওয়ে স্টেশনের কাছে দাড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে ধাক্কা মারে। জানা গেছে পাশের একটি লাইনে দাড়িয়ে ছিল ওই মালবাহী ট্রেনটি।সেই সময় ট্র্র্যাক ভুল করে ওই দাড়িয়ে থাকা ট্রেনটির দিকে ভুল করে এসে পড়ে আকবর এক্সপ্রেস নামের প্যাসেঞ্জার ট্রেনটি।
হাইওয়েতে উড়ছে ডলার! কুড়িয়ে নিচ্ছে লোকে, দেখুন ভিডিও
প্রশাসনের তরফে জানানো হয়েছে নিহতদের মধ্যে ১ জন মহিলা ও ৮ জন পুরুষ রয়েছেন।দুর্ঘটনার জেরে অকবর এক্সপ্রেসের ইঞ্জিন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এবং ট্রেনের ৩ টি বগিও ক্ষতিগ্রস্ত হয়েছে ভীষণভাবে।আহতদেরকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। সেই সঙ্গে জারি করা হয়েছে আপতকালীন পরিস্থিতি।প্রধানম্ন্ত্রী ইমরান খানের তরফে দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। এবং রেলমন্ত্রীকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।রেলমন্ত্রীর পক্ষ থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।