ওয়েব ডেস্ক: মদন মিত্র শতাব্দী রায়ের পর এবার তালিকায় নাম জড়াল এক নতুন তারকার।
টলিউডের অন্যতম এক অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করল ইডি।
আগামী ১৯ জুলাই বেলা ১২টার মধ্যে ইডির দফতরে হাজিরা দিতে হবে প্রসেনজিত্কে।
রোজভ্যালি প্রোডাকশনের ‘মনের মানুষ’ ও ‘হ্যাং ওভার’ এই দুটি সিনেমায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ।
এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট এবার তলব করেছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রোজভ্যালি কাণ্ডের তদন্তের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য।
এই দুই সিনেমা রিলিজের সময় রোজভ্যালি বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল এই অভিনেতাকে। সেখানে তিনি কেন গিয়েছিলেন? সেই সময় কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা জানতেই ইডির এই তলব।
সূত্রের খবর, বিগত বেশ কিছুদিন ধরেই রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুকে কয়েকটি দফায় জেরা করেছে ইডি। সোমবার কয়েক দফায় জেরা থেকে বাদ যাননি মদন মিত্রও। জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদ শতাব্দী রায়কেও তলব করা হয়েছে। ১২ জুলাই সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে বীরভূমের সাংসদকেও।