ওয়েব ডেস্ক: চন্দ্রায়ন ২ এর সাফল্যে মহাকাশ গবেষণায় আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা ইসরো। তবে জানেন কি এই চন্দ্রায়ন ২ এর সাফল্যের পিছনে রয়েছে স্টিল অথোরিটি অফ ইন্ডিয়ার বিশেষ অবদান। সংস্থার সালেম প্লান্টে তৈরি বিশেষ স্টিলের উপাদানই ইসরোকে সরবরাহ করেছে SAIL। যা নিয়েই সোমবার চাঁদে উড়ে গেল বাহুবলী।
রকেটে যে ধরনের ইঞ্জিন ব্যাবহার করা হয় তা ক্রায়োজেনিক ইঞ্জিন নামে পরিচিত। ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরির ক্ষেত্রে ব্যবহত বিশেষ ধরনের রাশিয়ান গ্রেডের উচ্চ ক্ষমতা সম্পন্ন তাপ নিরোধী স্টিল এখন ইসরোর জন্য তৈরি করে SAIL । যা ব্যবহার করা হয়েছে চন্দ্রায়ন ২ এর ইঞ্জিন তৈরির ক্ষেত্রেও।
আরও পড়ুন : সমুদ্রে নজরদারি বাড়াতে পঞ্চম ডর্নিয়ার স্কোয়াড্রন তৈরি নৌসেনার
কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছে ইসরো এবং স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া। ভবিষ্যতে এধরনের আরো মহাকাশ যন্ত্রের যাবতীয় উপাদান তারা তৈরি করবেন বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।