কলকাতা: লোকসভা ভোটে বেশ কিছুটা ধাক্কা খাওয়ার পর কাল ২১শের মঞ্চে ২১-এর অঙ্ক কষে ফেলতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। কোন পথে নির্মান হবে রণকৌশল, দিশা দেখাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ২১ কে নজরে রেখেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কর্মী সমর্থকরা দলে দলে পা মিলিয়ে এগিয়ে আসছেন কলকাতার উদ্দেশ্যে। তাদের গন্তব্য সল্টলেকের সেন্ট্রালপার্কে অস্থায়ী দলীয় শিবির।
আজ রাতে সেখানেই একটু বিশ্রাম নিয়ে নেত্রীর ডাকে ভিক্টোরিয়া হাউসের উদ্দেশ্যে পা মেলাবেন তারা। উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও রাখা হচ্ছে কর্মীদের ৷ রবিবার তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ।
তৃণমূলের শহিদ দিবস ঘিরে থাকা খাওয়ার এলাহি আয়োজন, জেনে নিন মেনু
এই মঞ্চ থেকে এবার তৃণমূলনেত্রী কী বার্তা দেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর কৌতূহল। ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল এতটা রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি কখনও পড়েনি। রাজ্যে বিজেপির উত্থানের ফলে সংগঠন রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি।
ড্যামেজ কন্ট্রোলে প্রশান্ত কিশোরের মতো ভোট কৌশলীকে প্রয়োজন হচ্ছে তৃণমূলের। ধর্মীয় ভেদাভেদের রাজনীতি তৈরী করে তৃণমূলের উপর চাপ বাড়তে এইবছর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের লক্ষ্য বাঙালির সবচেয়ে বড় আবেগ দুর্গাপুজোর মাধ্যমে জনসংযোগের কাজ সেরে নেওয়া।
২১শে জুলাইয়ের ব্লু-প্রিন্টের দায়িত্বে প্রশান্ত কিশোর? সংগঠন নিয়ে চুপ তৃণমূল
কিভাবে এর বিরুদ্ধে তৈরি করবে নিজেদের রণকৌশল তাই নিয়ে একুশের মঞ্চ থেকেই বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
পাশাপাশি তৃণমূলের সবচেয়ে বড় কাঁটা গোষ্ঠিদ্বন্দ্ব নিয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দল। এছাড়া এনআরসি, কাটমানি সহ একাধিক ইস্যুতে কাল বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী। ২১ শের মঞ্চ তাই ২১ শের বিধানসভার মসনদ পোক্ত করার পরিকল্পনা নির্ধারণ মঞ্চই বলা যায়। কাল ভোরের অপেক্ষায় প্রহর গুনছে তৃণমূল কর্মীরা।