Date : 2024-04-20

সমীক্ষা বলছে শিশু ধর্ষণে পঞ্চম স্থানে পশ্চিমবঙ্গ…

ওয়েব ডেস্ক: “বেটি বাচাও, বেটি পড়াও”। শিশুদের কল্যাণের কারণে এটাই স্লোগান নরেন্দ্র মোদীর।

সরকারের কথা মতোই ভরে উঠেছে মেয়েদের পড়াশোনা ও বাকি সুবিধা অসুবিধার ঝুলিও।

তবে সত্যিই কী আদৌ মেয়েদের জন্য কিছু করা হচ্ছে? যদি হতোই তাহলে আজ সমাজকে সম্মুখিন হতে হত না এতো ধর্ষণ, এতো শারীরিক নির্যাতনের ঘটনা সামনে আসত না।

এই বছরেই প্রথম ছয় মাসে গোটা দেশে ২৪ হাজারেরও বেশি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় যে যে রাজ্যগুলির নাম উঠে এসেছে তাতে প্রথমে আছে, উত্তরপ্রদেশ।

#Newsrplus_Ranakhetra

রাজ্যসভায় সংখ্যাগরিষ্টতা পেতে মরিয়া বিজেপি। কর্ণাটক, বাংলা থেকে গোয়া। বিজেপির আগ্রাসনে দিশেহারা বিরোধীরা। দেখুন 'একেই বলে গনতন্ত্র' রণক্ষেত্র আজ রাত ৮ টায়।RPLUS News, Ranakhetra, All India Trinamool Congress, Bharatiya Janata Party (BJP), Indian Youth Congress, CPIM, Debate, Political talk, West Bengal, Kolkata,

Posted by RPLUS News on Sunday, July 14, 2019

সেখানে বিগত  মাসে ঘটেছে ৩,৪৫৭টি শিশু ধর্ষণের ঘটনা। এই পাঁচটি রাজ্যের মধ্যে পঞ্চম স্থানে আছে আমাদের পশ্চিমবঙ্গের নামও।

আরও পড়ুন : ভারতের প্রথম “শাড়ি ম্যান”র গল্পটা ঠিক কিরকম?…

এখানে ৬ মাসে ধর্ষণের স্বিকারে ১৫৫১টি শিশুর এফআইআর জমা পড়েছে।

#newsrplus #biswasobiswas

ইতিহাসের নানান রহস্য রোমাঞ্চ নিয়ে তৈরি বিশেষ সেগমেন্ট "বিশ্বাস অবিশ্বাস" দেখুন আজ রাত ১০ টায় শুধুমাত্র "Rplus" এ।R Plus News,R Plus News,

Posted by RPLUS News on Saturday, July 13, 2019

শিশু ধর্ষণে প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের পরেই অবশ্য রয়েছে কংগ্রেসশাসিত মধ্যপ্রদেশ আর রাজস্থান। তার পর চতুর্থ ও পঞ্চম স্থানে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ।