Date : 2024-04-26

জোড়া আত্মঘাতী হামলায় সন্ত্রস্ত পাকিস্তান, মৃত ৯….

ওয়েব ডেস্ক: জঙ্গী হামলায় বিপর্যস্ত পাকিস্তান। পর পর দুটি জঙ্গী হামলায় জঙ্গী হামলায় ইতিমধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার পাকিস্তানের খাইবার পোখতুনখোয়ার ডেরা ইসমাইল খানের একটি চেক পোস্টে বিষ্ফোরণ হয়। সেখানে বাইকে করে এসে ৪ বন্দুকবাজ হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ পুলিশ কর্মীর। সেখান থেকে তাঁদের দেহ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, হাসপাতালের মধ্যে ঢুকে হামলা চালায় জঙ্গীরা।

হাসপাতাল চত্বরে এক মহিলার ছদ্মবেশে এসে বিষ্ফোরণ ঘটায় জঙ্গীরা। হাসপাতাল চত্বরে হামলার জেরে আরও ৪ জন পুলিশ কর্মী সহ মোট ৭ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, হাসপাতালে বিস্ফোরণে প্রায় ৮ কেজি বিষ্ফোরকের ব্যবহার হয়। এই প্রথম কোন জেলায়, মহিলার মাধ্যমে হামলা চালায় জঙ্গীরা। বিষ্ফোরণের জেরে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়ায়।

আরও পড়ুন: আর বোরখায় মুখ ঢাকবে না শ্রীলঙ্কা

ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে ঘটনার দায় স্বীকার করে নেয়। তেহরিক-ই-তালিবানের পাকিস্তানি মুখপাত্র মহম্মদ খুরাসানি জানান, কিছুদিন আগে তাদের দুই নেতাকে হত্যা করেছিল পাকিস্তানের পুলিশ। তার বদলা নিতেই হামলা চালানো হয়েছে। এদিকে খাইবার পোখতুনখোয়ায় হামলার ঘটনায় মামুদ খান জানান, এইভাবে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানকে থামানো যাবে না।

#Newsrplus #Ranakhetra

কাটমানির বদলা এবার ব্ল্যাকমানি, ব্যালট ফেরানোর দাবি নিয়ে বিজেপি কি বলছে ? দেখুন 'কাট বনাম ব্ল্যাক' রণক্ষেত্রে আজ রাত ৮.৩০ শুধুমাত্র Rplus এ।

Posted by RPLUS News on Sunday, July 21, 2019