Date : 2024-04-18

খোলা নর্দমায় তলিয়ে গেল ৩ বছরের শিশু, দেখুন ভিডিও…

ওয়েব ডেস্ক: মুম্বাইতে নর্দমায় তলিয়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর। প্রচন্ড বৃষ্টিতে অনেকদিন ধরেই নাজেহাল মুম্বাই শহর।

এর কারণে ব্যহত হচ্ছে জণজীবনও। ঘটছে অনেক বিপদও। প্রচন্ড বৃষ্টির জেরে মারা গেছেন বেশ কিছু মানুষও।

কিন্তু এবার এমন একটি ঘটনা শোকাহত সারা মুম্বাই নগরী। মুম্বই শহরতলির গোরেগাঁওয়ের আম্বেদকরনগরে এই ঘটনাটি ঘটেছে।

সেখানকারই একটি নর্দমায় পড়ে গেল বছর তিনের একটি শিশু। সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

#Newsrplus_Biswas_Abiswas

বিশ্বাস অবিশ্বাস – বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা মেলে নাদেখুন আজ (10/07/19) রাত ১০ টায় শুধুমাত্র #Rplusnews এ#Newsrplus, #Biswas_Abiswas,

Posted by RPLUS News on Wednesday, July 10, 2019

মুহুর্তের মধ্যেই তলিয়ে যায় তার দেহ। বুধবার সাড়ে ১০টা নাগাদ একটি ইলেক্ট্রিক বক্সের দিকে ঘোরাফেরা করতে দেখা যায় শিশুটিকে। কিছুক্ষণ সে সেখানেই দাঁড়িয়ে ছিল।

কিন্তু পাশেই ছিল খোলা নর্দমা, তা অতিরিক্ত বৃষ্টিতে ডুবে থাকায় দেখতে পাওয়া যায়নি। ফলে সেই শিশুটি ভুল করে খোলা নর্দমাটিতে পা দেওয়ায় সঙ্গে সঙ্গেই প্রায় তলিয়ে যায়।

গতকাল ঘটনাটি ঘটেছে রাত ১০.২৪ নাগাদ। এই ঘটনাটির খবর আসতেই শিশুটিকে উদ্ধারে নেমে পড়ে পুলিশ ও দমকল কর্মীরা। ঘটনাস্থলে রাখা হয়েছে অ্যাম্বুল্যান্সও।

আরও পড়ুন : ভারতের প্রথম মহিলা বাসচালকের পালক প্রতীক্ষা দাসের ঝুলিতে…

তবে বৃহস্পতিবার সকাল পর্যন্তও শিশুটির কোনও খবর নেই। টানা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। তারমধ্যে এমন একটি দুর্ঘটনা।