Date : 2024-04-27

তামিলনাড়ুর মন্দির সংলগ্ন পুকুরে রহস্যজনক বস্তু বিষ্ফোরণ, মৃত ১…

ওয়েব ডেস্ক: আচমকা বিষ্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর একটি মন্দির চত্বর। রবিবার তামিলনাড়ুর কাঞ্চিপুরমের মানামপাথি মন্দিরে ওই বিষ্ফোরণের ঘটনা এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫ জনকে। এদিন মন্দির সংলগ্ন একটি পুকুরে একটি অজানা বস্তু পাওয়া যায়। সেটি তুলে আনতে গিয়েই এক ব্যক্তির হাতের উপর বিকট শব্দ করে ফেটে যায় ওই বস্তুটি। বিষ্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। বিষ্ফোরণের ঘটনায় পুলিশের বক্তব্য, তামিলনাড়ু ও কেরল রাজ্যে ইতিমধ্যে ঢুকে পড়েছে ছয় জঙ্গি।

আরও পড়ুন : মুম্বইয়ে ভেঙে পড়ল ৪তলা বাড়ি, মৃত অন্তত ২, আটক বহু

আরও পড়ুন : হরপা বানে ভেসে গেল উত্তরাখণ্ড ৩ গ্রাম, মৃত ১৭ জন

এই নিয়ে দুই রাজ্যেই জারি করা হয়েছে রেড এলার্ট। তবে কাঞ্চিপুরমের পুলিশের বক্তব্য, এই বিষ্ফোরণের সঙ্গে সন্ত্রাসবাদী যোগাযোগ না থাকারই সম্ভবনা বেশি। কারণ মন্দির সংলগ্ন পুকুর সংস্কারের কাজ চলার সময় এই অজানা বস্তুটি লক্ষ্য করেন ওখানকার শ্রমিকরা। তারপরেই ওই বস্তুটি ভাঙতে যাওয়ার চেষ্টা করেন শ্রমিকরা। ঘটনাস্থলেই অজানা বস্তুটি বিকট শব্দ করে ফেটে যায়। ঘটনার জেরে সূর্য নামে একজন শ্রমিকের মৃত্যু হয়। পুলিশের তরফ থেকে খবর নিয়ে এই ঘটনার সঙ্গে জঙ্গি সংগঠনের কোন যোগসূত্র পাওয়া যায়নি।