Date : 2024-04-20

একটা দিন নয়, প্রতিদিনই তেরঙ্গা পতাকা তৈরি হয় এখানে

ওয়েব ডেস্ক: একটা দিন নয়, সারা বছর ধরেই জাতীয় পতাকার প্রস্তুতি চলে গোয়ালিয়রের এই সেন্ট্রাল ইন্ডিয়ান খাদি ইউনিয়ন সেন্টারে।দেশের মধ্যে তিনটি এমন স্থান রয়েছে যেখান থেকে ভারতের বিভিন্ন সরকারী জায়গায় জাতীয় পতাকা পাঠানো হয়।এটি ছাড়াও হুগলি এবং মুম্বইতে রয়েছে এরকমই খাদি সেন্টার।প্রতি বছর প্রায় ১০ থেকে ১২ হাজারের মতন জাতীয় পতাকা তৈরি করা হয়।গোয়ালিয়রের এই খাদি সেন্টারে একটি যে কোন মাপের জাতীয় পতাকা তৈরি করতে সাধারনত ৫ থেকে ৬ দিন সময় নেওয়া হয়।

এখান থেকে তৈরি জাতীয় পতাকা দেশের বিভিন্ন রাজ্য যেমন বিহার, রাজস্থান,উত্তর প্রদেশ, ছত্তিশগড়, গুজরাটে পাঠানো হয়।তবে শুধু জাতীয় পতাকা বানানো নয় পতাকার কাপড়ও এখানেই তৈরি করা হয় বলে জানা গেছে।

আরও পড়ুন : দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গুগলের বিশেষ ডুডল

তবে সারা বছর ধরে পতাকা তৈরির কাজ চললেও ১৫ ই আগস্টে কাজের চাপ থাকে অনেকটাই।দেশের ৭৩ তম স্বধীনতা দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকাও পাঠানো হয়েছে এই খাদি সেন্টার থেকে।