Date : 2024-03-28

দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গুগলের বিশেষ ডুডল

ওয়েব ডেস্ক: দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ থিম গুগল ডুডলের। ভারতীয় সংস্কৃতি এবং বৈচিত্র্যতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই বিশেষ ডুডল।শিবালিনি কুমারের তৈরি ডুডলের এই বিশেষ থিম।ব্যক্তি হোক বা কোন বিশেষ দিন।তাদের গুরুত্বের কথা মাথায় রেখে গুগল ডডুল তৈরি করা হয়ে থাকে।

আরও পড়ুন: ৭৩ তম স্বাধীনতা দিবসে টুইটারে এলো অশোক চক্র ইমোজি

ব্রিটিশ পরাধীনতার থেকে ২০০ বছরের শাসনের পর এই দিনটিতে স্বাধীন হয় ভারত।সেই থেকে প্রতি বছরের ১৫ ই আগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়।দেশের ১৩০ কোটি মানুষ এই বিশেষ দিনটিতে জাতীয় পতাকা উত্তোলন করেন।

আরও পড়ুন: একটা দিন নয়, প্রতিদিনই তেরঙ্গা পতাকা তৈরি হয় এখানে

লাল কেল্লায় প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে ভাষণ দেন এই বিশেষ দিনে।দেশের বিভিন্ন স্থানে প্যারেড, পুরষ্কার বিতরনী অনুষ্ঠান, এবং সাংস্কৃতিক নানান অনুষ্ঠানে উদযাপিত করা হয় দিনটিকে।