ওয়েব ডেস্ক: ইন্টারনেট সেনশেসন এখন রাণাঘাটের রানু মণ্ডল। সম্প্রতিই বলিউডের বিখ্যাত গায়ক ও সুরকার হিমেশ রেশমিয়া তাঁর পরবর্তী ছবি “হ্যাপি হার্ডি অ্যান্ড হীর” ছবিতে রানুকে গান গাইয়েছেন।
যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শোনা যায়, এই গানটি গাওয়ার জন্য ছয়-সাত লক্ষ টাকা দিয়েছেন, এমন কথা শোনা যায়।
তবে এই কথাটি সম্পূর্ণই ভিত্তিহীন এমনই বলেন রানুর ঘনিষ্ঠজনেরা। তবে এবার আরও একটি গুজব নিচ্ছে রং। সূত্রের খবরে শোনা গেছে বলিউড সুপারস্টার সলমন খান তাঁর পরবর্তী ছবি দাবাং ৩-এর জন্য একটি গান গাওয়াতে চলেছেন। এবং শুধু এইটুকুই নয়।
সলমন নাকি প্রায় ৫৫ লক্ষ টাকার একটি ফ্ল্যাটও কিনে দিচ্ছেন বলে একটি গুজব ছড়িয়েছে। তবে তাঁদের ঘনিষ্ট মহল যদিও এমন একটি কথা সম্পূর্ণই অস্বিকার করেছেন।
খোদ অভিনেতা এবং রানু মণ্ডলের কাছ থেকেও পাওয়া যায়নি এমন কোনও কথা। সবাই ভুয়ো খবর বলে উড়িয়ে দিচ্ছেন বিষয়টি। তবে, যা রটে, তার কিছু তো ঘটে!