Date : 2021-10-26

এবার বাংলা ছবিতে দেখা মিলবে সানি লিয়নের…

ওয়েব ডেস্ক: প্রাপ্তবয়স্ক ছবির জগত থেকে শুরু করে বলিউড, এই নায়িকা কাঁপাননি হেন জায়গা খুঁজে পাওয়া কঠিন। ঠিক সেরকমই এবার বাংলা ছবির জগতে এক নজির গড়তে আসছে সানি লিয়ন।

তবে পশ্চিমবঙ্গে তাঁর আসার সম্ভবনাটা খনিকের কারণে পিছলে যাওয়ার দরুণ, সেই সম্ভবনাটি ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ।

ভূত তাড়াতে এবার পথে কার্তিক, সামনে এলো ‘ভুলভুলাইয়া ২’-এর প্রথম লুক…
View this post on Instagram

Hi!! 😍

A post shared by Sunny Leone (@sunnyleone) on

সানি লিয়ন বাংলাদেশী একটি ছবিতে দেখা দেবেন। সূত্রের খবরে জানা গেছে শাপলা মিডিয়ার ব্যনারে একটি ছবি তৈরি হতে চলেছে। সেই ছবিতেই শাকিব খানের সঙ্গে পারফর্ম করবেন সানি। যদিও এই বিষয়ে সংস্থা বা খোদ নায়িকার কাছ থেকে মেলেনি কোনও খবরই।

গার্লফ্রেন্ডের জন্মদিনে কী উপহার দিলেন সলমন খান?…

এছাড়াও শোনা যাচ্ছে ‘বিক্ষোভ’ নামে একটি ছবিতেও নাকি দেখা যাবে সানিকে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যেই মুম্বাইতে এই গানের শুটিং হয়ে যাবে বলেই সূত্রের খবর। তবে সানি কবে পশ্চিমবঙ্গে পা রাখবেন, ও বাংলার ছবি করবেন, সেই আশায় বসে এখনও বহু ভক্ত।