Date : 2021-10-19

ভূত তাড়াতে এবার পথে কার্তিক, সামনে এলো ‘ভুলভুলাইয়া ২’-এর প্রথম লুক…

ওয়েব ডেস্ক: “ভূত আমার পুত, পেত্নি আমার ঝি। রাম লক্ষণ বুকে আছে করবে আমায় কি!”

এই ভূত তাড়াতেই “হরে রাম” নাম নিয়ে এসে পড়েছে এক ভূত তাড়ানোর গুণিণ।

অনন্ত কার্তিক আরিয়ানের ইন্সটাগ্রাম পোস্ট তাইই বলছে। ২০০৭ সালে মনে আছে তো অক্ষয় কুমার, বিদ্যা বালন অভিনিত সেই বিখ্যাত সিনেমাটির কথা? ভুলভুলাইয়া।

তারই সিকুয়াল এবার আপনাদের সামনে আসতে চলেছে। যার প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন ‘প্যয়ার কা পাঞ্চনামা’ খ্যাত কার্তিক আরিয়ন। এর আগের ভাগটিতে অক্ষয় কুমার একজন মনস্তত্ববিদের চরিত্রে অভিনয় করেছেন।

মুভি রিভিউ- মিশন মঙ্গল…

তবে ভুলভুলাইয়া ২-তে কার্তিক আরিয়ানের চরিত্রটি একজন ভূত তাড়ানোর গুণিন নাকি মনস্তত্ববিদের হবে, তা এখনও জানা যায়নি।

স্বাধীনতা দিবসে মুক্তি পেল সৃজিত মুখার্জির গুমনামিবাবার টিজার…

তবে নতুন পোস্টারে কার্তিকের লুকটি অক্ষয় কুমারের সঙ্গে সাদৃশ্য রেখেই দেওয়া হয়েছে। পরিধানে গেরুয়া বস্ত্র ও একেবারে গুরুজি রুপে মাথায় গেরুয়া পট্টি পরে ভুলভুলাইয়া ২-এ দেখা মিলবে। তবে এই ছবি নিয়ে দর্শকদের আশা তুঙ্গে।

এক বিদেশি চিত্রনাট্যকে সম্বল করে আবার বলিউডে ফিরছেন বাদশা…

২০০৭-এ এই ছবির টাইটেল ট্র্যাকটি নতুন জেনারেশনের মধ্যে দারুণ জায়গা করে নিয়েছিল। সেই সমানে এই সিকুয়েলটি যেতে পারবে কিনা, তা নিয়ে বেশ সংশয়তেই নেটিজেনরা। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর ৩১শে জুলাই।