Date : 2024-04-26

স্বাধীনতা দিবসে মুক্তি পেল সৃজিত মুখার্জির গুমনামিবাবার টিজার…

ওয়েব ডেস্ক: এই পুজোয় প্রতিবারের মতোই পড়তে চলেছে সৃজিত মুখার্জির ইনিংস। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পেল তাঁর নতুন ছবি গুমনামিবাবার টিজার।

নেতাজি কি বিমান দুর্ঘটনাটির পরেও বেঁচে ছিলেন? তাহলে গুমনামি বাবাটাই বা কে? যাকে সবাই গুমনামিরূপে নেতাজি বলেই মনে করতেন!

এই গুমনামিবাবা সম্পর্কে কৌতুহল নেই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। পরিচালকেরও ঠিক এই কারণেই বেছে নেওয়া বিষয়টিকে।

পাকিস্তানে গাইলেন গান, বলিউড থেকে বয়কট মিকা সিং…

টিজারে স্পষ্টতই হাজির সেই কৌতুহল। তারই সঙ্গে চমক প্রসেনজিতের লুকে। অবিকল নেতাজি সুভাষচন্দ্রের মতই লুকে বড়ই মানানসই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই চরিত্রটির জন্য ওজন বাড়িয়েছেন তিনি।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়…

ঘণ্টার পর ঘণ্টা লেগেছে মেকআপ করতে এবং তা তুলতে। প্রায় তিন মাস ধরে প্রস্তুতি নিয়েছেন অভিনেতা। নেতাজির ভিডিয়ো দেখে তাঁর হাঁটাচলা, কথা বলা এইসব রপ্ত করতে হয়েছে। অর্থোডেনটিস্ট, প্রস্থেটিক সব কিছুর সাহায্যেই তিনি প্রসেনজিতের লুকটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

সৃজিত মুখার্জির পুরোনোর ভিড়ে হারিয়ে যাওয়া নতুন সিকুয়েল…

সৃজিতের বাকি ছবিগুলির মতো এটিও বক্স অফিসে একই রকম ব্যবসা করতে পারে কিনা, এবং তাঁর বলা গল্প মানুষ ভালোবাসে কিনা, এবার সেটাই দেখার।