Date : 2024-05-03

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ভাস্কর গুপ্ত।

নাজিয়া রহমান, সাংবাদিক : বুদ্ধদেব সাউ-এর অপসরণের পর প্রায় চার মাস ফাঁকা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ার। এবার রাজ্য এবং বাজ্যপালের সহমতে নিয়োগ করা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন নতুন উপাচার্যের দায়িত্বাভার গ্রহন করলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা অধ্যাপক ভাস্কর গুপ্ত। সোমবার রাজভবন থেকে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন রাজ্যপাল  সি ভি আনন্দ বোস। এরপর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন ভাস্কর গুপ্ত। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, রেজিস্ট্রার সহ অন্যান্য আধিকারিকেরা স্বাগত জানান নতুন উপাচার্যকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে র‌্যাগিং মুক্ত করতে চান নয়া উপাচার্য। আর এ নিয়ে বিশ্ববিদ্যায়লের সব স্টেক হোল্ডারদের সঙ্গেই কথা বলতেও ইচ্ছুক তিনি। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অধ্যাপক ভাস্কর গুপ্ত,তাই উপাচার্যের দায়িত্ব তাঁর কাছে যে খুব চ্যালেঞ্জিং তা নয় বলেই মত নতুন উপাচার্যের। একটা সময় ভাস্করবাবু দক্ষতার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব সামলান।

এই উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজভবনের সঙ্গে বিরোধ ছিল চরমে। রাজ্য ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের নামের যে তালিকা ছিল রাজভবনকে। রাজ্যের দেওয়া প্রস্তাবিত নামের তালিকায় সিলমোহর দিল রাজভবন। রাজ্যের দেওয়া নামের তালিকায় ছিল ভাস্কর গুপ্তের নাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করা হল ভাস্কর গুপ্তকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক ভাস্কর গুপ্ত রাজ্য এবং রাজ্যপাল দুপক্ষের পছন্দের তালিকায় থাকায় খুশি তিনি।