নাজিয়া রহমান, সাংবাদিক : ৮০দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। চলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর পরীক্ষায় বসেছে ৯,লক্ষ ১২হাজার ৫৯৮ জন। পাস করেছে ৭লক্ষ ৬৫হাজার ২৫২ জন। মোট পাসের হার ৮৬.৩১ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%। এই বছরে মাধ্যমিকে প্রথম দশে রয়েছেন মোট ৫৭ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ৯টায় সাংবাদিক সম্মেলন করে তেমনটাই জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
৫৭ জনের মধ্যে কোন জেলায় কত জন পরীক্ষার্থী মেধা তালিকায় আছে এনজরে দেখে নেওয়া যাক- দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন,কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদীয়ার ২ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন রয়েছেন। এবারও কলকাতার তুলনায় জেলার জয়জয়কার। তবে যদি পাসের হারে নিরিখে প্রথমে কালিম্পং- ৯৬.২৬ শতাংশ , দ্বিতীয় পূর্ব মেদিনীপুর- ৯৫.৪৯ শতাংশ । তৃতীয় স্থানে রয়েছে কলকাতা – ৯১.৬২ শতাংশ । অর্থাৎ মেধাতালিকায় জেলার জয়জয়কার হলেও পাসের হারে কলকাতা অনেকটাই এগিয়ে।
আরো পড়ুন: ‘Othello’ এবার বড়পর্দার ‘অথৈ।