Date : 2024-05-03

রামনবমীর দিন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনায় রাজ্যের ভুমিকা নিয়ে প্রশ্ন আদালতের।

ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : সামান্য রামনবমীর উৎসব পালন করতে পারছে না মানুষ তাহলে বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে কি করে? তাহলে নির্বাচন কমিশনকে বলি ঐ এলাকায় নির্বাচন বন্ধ রাখতে? মন্তব্য প্রধান বিচারপতির।
প্রধান বিচারপতির মন্তব্য,
মডেল কোড অফ কনডাক্ট থাকা সত্তেও এই ধরনের ঘটনা ঘটেছে তাহলে রাজ্য কি করছিল?প্রশ্ন প্রধান বিচারপতির।

রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় – অত্যন্ত সামান্য বিষয়ে ইটপাটকেল ছোড়াছুড়ি হচ্ছে এটা ভাবা যায়না।অত্যন্ত সামান্য বিষয় সেদিন ঘটেছিল। তেমন কিছুই হয়নি মাত্র দুটি ফ্ল্যাগ বাঁধা নিয়েই ঝামেলার সৃষ্টি হয়।তারপর ইট পাথর ছোড়া শুরু হয়।
১৬ তারিখ পর্যন্ত ১৪৪ ধারা জারি ছিল।

বিশ্বহিন্দু পরিষদের আইনজীবী – কামনগর বেলডাঙা থানার, শক্তিপুরে ঝামেলার সৃষ্টি হয় ১৭ এপ্রিল রামনবমীর দিন। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উপর আক্রমণ করা হচ্ছে।

রাজ্যের এজি – রিপোর্ট রেডি আছে।তবে আরো কিছু সময় দেওয়ার আর্জ।

প্রধান বিচারপতি ২৬ এপ্রিল ফের শুনানির জন্য রেখেছেন মামলাটি।ঐদিন রাজ্যকে রিপোর্ট দিতে হবে।