সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- আগামী রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এই বছর পরীক্ষা দেবে ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জন। গত বছরের তুলনায় এ বার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ হাজার বেশি। শহরের বিভিন্ন প্রান্তে একাধিক স্কুল- কলেজে রয়েছে জয়েন্ট পরীক্ষার সেন্টার। ওই দিন পরীক্ষার্থীরা যাতে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌছতে পারে সেই জন্য রবিবার সকাল থেকে মেট্রো পরিষেবা চালু করা হবে। সকাল সাড়ে ৮ টা থেকে এদিন শুরু হবে মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর- কবি সুভাষ রুটে অর্থাৎ ব্লু লাইনে বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল। রবিবার মূলত ছুটির দিন থাকায় সকাল ৯টা থেকে যাত্রী পরিষেবা শুরু করা হয়। শুধু তাই নয়, কাজের দিনের তুলনায় কম সংখ্যক মেট্রো চলে এই দিন। ব্লু লাইনে আপ- ডাউন মিলিয়ে সারাদিনে চলে ১৩০ টি মেট্রো। তবে জয়েন্ট পরীক্ষা থাকায় ওই দিন ১৪০ টি মেট্রো চলবে।
এদিন সকাল সাড়ে ৮টা থেকে চলবে মেট্রো। ৭০ টি আপ ও ৭০ টি ডাউন। সব মিলিয়ে সারাদিনে ১৪০ টি মেট্রো চালানো হবে। দক্ষিণেশ্বর–কবি সুভাষ অর্থাৎ ব্লু লাইনে (৭০টি আপ এবং ৭০টি ডাউন)।
দেখে নেওয়া যাক রবিবার কখন মিলবে স্পেশাল মেট্রো পরিষেবা।