Date : 2024-05-18

মোহনবাগানের আক্রমণ বিভাগকে সমীহ করছেন পিটার ক্রাতকি। ডিফেন্স নিয়ে চিন্তায় মুম্বাই সিটি এফসি

সাংবাদিক : সুচারু মিত্র : আজ যুবভারতীতে Super Saturday. ISL ফাইলনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ( MBSG) এবং মুম্বাই সিটি এফসি (Mumbai City). বরাবরই আক্রমণাত্মক ফুটবল খেলে জনপ্রিয়তার শীর্ষে মোহনবাগান, তাই ফাইনালের আগে মোহনবাগানকে সমীহ করছে মুম্বাই সিটি এফসির কোচ পিটার ক্রাতকি এবং তার দলের ফুটবলাররা। যদিও তিন সপ্তাহ আগেই এই পরিবেশে খেলে গিয়েছেন রাহুল ভেকে, লালিয়ানজুয়ালা ছাঙতেরা। তাই শনিবার ISL ফাইনালে একেবারে স্বাভাবিক ছন্দ রাখার চেষ্টা করবে মুম্বাই সিটি এফসি।

আক্রমণাত্মক ফুটবলের পরিবর্তে আক্রমণাত্মক ফুটবল ই খেলবে মুম্বাই সিটি এফসি এমনটাই মনে স্থির করা হয়েছে। এমনিতেই অ্যান্ডভান্টেজ মোহনবাগান রয়েছে কারণ যুবভারতী ক্রীড়াঙ্গন মানেই প্রায় ৬০ হাজার মোহনবাগান সমর্থকের চিৎকার, সেটা মোহনবাগানকে আলাদা উজ্জীবিত করবে।

এমন পরিস্থিতিতে মুম্বাই সিটি এফসি আক্রমণাত্মক যেমন খেলবে একই সঙ্গে নজর ডিফেন্সেও তবে মিডফিল্ডার ইওল ফান নিফ তিনি চোটের কারণে ফাইনাল খেলতে পারবেন না। আবার অন্যদিকে ডিফেন্ডার আকাশ মিশ্র তিনিও চোট পেয়ে মাঠের বাইরে। সব মিলিয়ে মোহনবাগানকে রুখতে ডিফেন্স নিয়ে কিছুটা হলেও চাপে মুম্বাই সিটি এফসির কোচ । দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, লিস্টোন কোলাসোর , মানবীর সিংদের আক্রমণ কী ভাবে আটকানো যায় তা নিয়েই এখন ছোঁক কষছেন মুম্বাই সিটি এফসির কোচ। অন্য দিকে মোহনবাগানের কাছে আরো এক শিল্ড জয়ের হাতছানি। সব মিলিয়ে শনিবারটা Super Saturday হচ্ছে একথা বলাই যায়।

আরও পড়ুন ঃ শনিবার ISL ফাইনাল। টিকিট কবে থেকে পাবো, কোথায় পাবো