নাজিয়া রহমান, সাংবাদিক : পুজোর সময় আরও বেশি করে পর্যাটক টানতে উদ্যোগী রাজ্যের পরিবহন দফতর। জানা গেছে বেসরকারি ভেসেলের মালিকরা পর্যটকদের জন্য আসন্ন দুর্গাপুজোতে নতুন রুটে গঙ্গা ভ্রমণের জন্য বিশেষ প্যাকেজও করার আবেদন জানিয়েছেন রাজ্য পরিবহন দফতরের কাছে।
পুজোর সময় আরও বেশি করে পর্যাটক টানতে উদ্যোগী রাজ্যের পরিবহন দফতর। জানা গেছে বেসরকারি ভেসেলের মালিকরা পর্যটকদের জন্য আসন্ন দুর্গাপুজোতে নতুন রুটে গঙ্গা ভ্রমণের জন্য বিশেষ প্যাকেজও করার আবেদন জানিয়েছেন রাজ্য পরিবহন দফতরের কাছে। দূষণের জেরে ক্রমশ দূষিত হচ্ছে গঙ্গা নদী। তাই গঙ্গার দূষণ রোধে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে রাজ্য পরিবহন দফতর। জাহাজ ও ভেসেল থেকে নির্গত বর্জ্য সংগ্রহ করতে আনা হচ্ছে বিশেষ যান। সেই যানে করে জাহাজ বা ভেসেলগুলো থেকে বর্জ্যপদার্থ সংগ্রহ করা হবে। যা দূষণ রোধে অনেকটাই সহায়ক হবে বলে মত পরিবহন দফতরের। কিছুদিন আগে এক বৈঠকে ঠিক হয়,যে জেটিগুলোতেই ভেসেল বা জাহাজ থেকে নির্গত বর্জ্য সংগ্রহ করে রাখার ব্যবস্থা করা হবে। অর্থাৎ গঙ্গা তীরে বর্জ্য সংগ্রহ ও নিষ্পত্তিরও ব্যবস্থা করার কথা ভাবা হছে। দ্রুত রাজ্য পরিবহণ দপ্তর সেই ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে। পর্যটকদের সংখ্যা বৃদ্ধিতে প্রতি নিয়তই সেজে উঠছে গঙ্গার ঘাট। নতুন নতুন ভাবে সাজানো হচ্ছে ভেসেল বা জাহাজগুলিকে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে আরও উন্নত করা হচ্ছে ভেসেল ও জেটিগুলিকে।দুর্গাপূজার সময় দক্ষিণেশ্বর-বেলুড়, মায়াপুর-নবদ্বীপ, ফলতা-জিওনখালি রুটে পরিষেবা শুরু করতে পরিবহন দফতরের কাছে আবেদন জানিয়েছেন বেসরকারি ভেসেল মালিকেরা। তাদের আশা যে পরিবহন দফতর তাদের এই আবেদন গুরুত্ব সহকারে দেখবে।
আরও পড়ুন : ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা