ওয়েব ডেস্ক : জাতীয় চলচিত্র পুরষ্কার ২০১৮ ঘোষণা হল।৩১ ক্যাটেগরিতে পুরষ্কার প্রদান করা হয়। শুক্রবার দিল্লির শাস্ত্রীভবনে অনুষ্ঠিত হয়ে গেল এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।আর এই চলচিত্র পুরষ্কার প্রতিযোগীতায় ২০১৮ সেরা ছবির তালিকায় ঢুকে পড়ল উরি।প্রতি বছরই এপ্রিলে এই অনুষ্ঠানের সূচনা হয়, তবে এবছর লোকসভা ভোট থাকার কারণে সেই অনুষ্ঠান পিছিয়ে যায়।সেরা অভিনেতার মুকুট যায় আয়ুষ্মান খুরানা এবং ভিকি কৌশলের কাছে।সেরা নির্দেশনার পুরষ্কার জিতে নিলেন উরির নির্দেশক আদিত্য ধর।
আরও পড়ুন : পুলিশ কনস্টেবলের সঙ্গে গ্যাংস্টারের ভালবাসা, গড়াল বিয়ে পর্যন্ত
বাংলা সিনেমার ক্ষেত্রেও জয়জয়কার জাতীয় চলচিত্র উৎসবে।সেরা বাংলা সিনেমা হিসেবে স্বৃকীতি পেল সৃজিতের এক যে ছিল রাজা।এছাড়া সেরা সংলাপ হিসেবে জাতীয় পুরষ্কার পেয়েছে চূর্ণী গাঙ্গুলীর “ তারিখ”।