কলকাতা: গ্রেফতার হওয়ার পর আইপিএস এসএমএইচ মির্জা জানিয়েছেন মুকুল রায়ের বাড়িতে আর্থিক লেনদেন হয়েছিল । রবিবার সেই ঘটনার পুনঃনির্মান করার জন্য মির্জাকে নিয়ে মুকুলরায়ের ৮ নম্বর এলগিন রোডের বাড়িতে উপস্থিত হন সিবিআই অফিসাররা। ম্যাথু স্যামুয়েলের সঙ্গে আর্থিক লেনদেনের পুরনো ফুটেজ খতিয়ে দেখে এদিন মুকুল রায়ের বাড়িতে ঘটনার পুনঃনির্মান করার জন্য ১ ঘন্টা অপারেশন চালায় সিবিআই কর্তারা। ঘটনার পুনঃনির্মান করার সময় মুকুলরায়ের ফ্ল্যাটের ভিডিও তোলা হয়। ম্যাথু ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছিলেন, মুকুল রায় কোথায় বসে টাকা নিয়েছেন তা পুঙ্খানুপুঙ্খ রেকর্ড করা হয়।
প্রসঙ্গত, শনিবার মুকুল রায় ও মির্জাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েলের সঙ্গে ১ লক্ষ ৭০ হাজার টাকার লেনদেন করতে দেখা গিয়েছে। টিভিতে প্রকাশিত হওয়া ছাড়াও আরও একটি ভিডিও সিবিআই-এর হাতে আসে ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে। সেই ভিডিও-য় দেখা গেছে ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে মির্জার ফোনে মুকুল রায়ের মাধ্যমে আরও ১ লক্ষ ৭০ হাজার টাকা নিচ্ছেন। এই টাকা কে কাকে কি লেনদেনের জন্য দিচ্ছে তাই নিয়ে এখন তদন্ত শুরু করেছে সিবিআই। উল্লখ্য, এদিন সিবিআই জেরার পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে মুকুল রায় বলেন, “আমায় যুক্তি করে ফাঁসাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আমি তদন্তকারীদের সাহায্য করব, যতবার ডাকবে ততবারই যাব।”