ওয়েব ডেস্ক : ডুবতে থাকা মানুষকে বাঁচাতে জলে নেমে পড়েছে একটি বাচ্চা হাতি।এরমই একটি ছবি ভাইরাল ইন্টারনেটে।যেখানে দেখা যাচ্ছে একজন মানুষ ভেসে যাচ্ছেন নদীতে আর তাকে দেখে বাঁচানোর চেষ্টায় জলে নেমে উদ্ধার করতে যাচ্ছে বাচ্চা হাতিটি।ছবিটি ইন্টারেনেটে শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় তাড়াতাড়ি।
আরও পড়ুন : বাতাস ভরেছে কার্বন স্তরে, কালো তুষারে ঢাকলো শহর
ইন্টারেনেটে শেয়ার হওয়ার পর পরই প্রায় ৬৫ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন ইতিমধ্যেই।ভিডিওটিতে দেখা যাচ্ছে একপাল হাতির সঙ্গে বাচ্চা হাতিটি যাচ্ছিল। কিন্তু হঠাৎই একজন মানুষকে ভেসে যেতে দেখে সে দ্রুত তাকে ধরতে ছুটে যায় নদীর মধ্যে।ভেসে যাওয়া লোকটি সাঁতার জানলেও হাতিটি তার কাছে ছুটে আসা দেখে প্রথমে হকচকিয়ে যান মানুষটি।তারপরে যখন বুঝতে পারেন যে হাতিটি তাকে বাঁচানোর চেষ্টা করছে তখন হাতিটিকে ধন্যবাদও জানান ওই ব্যক্তি।