Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • নদিয়ার করিমপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাসের সাথে গাড়ির সংঘর্ষ। ২ মহিলা-সহ পাঁচ জনের মৃত্যু।
  • আজ সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনের বিরুদ্ধে মামলার শুনানি। প্রধান বিচারপতি বিআর গাবাইয়ের বেঞ্চে মামলার শুনানি।
  • কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করল হাইকোর্ট। কুণাল ঘোষ-সহ বাকি ৭ জনের বিরুদ্ধেও রুল জারি করেছে আদালত।
  • ইউক্রেনের উপরে হামলা বাড়াল রাশিয়া। গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ২৭৩টি ড্রোন আছড়ে পড়েছে ইউক্রেনে। পাল্টা প্রত্যাঘাতে ৭৫টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
  • প্রস্টেট ক্যানসারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২১ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্টের কুর্সিতে বসেছিলেন বাইডেন।
  • জ্যোতির পর নজরে বাংলার ব্লগার সৌমিত ভট্টাচার্য। তিনি কাশ্মীরের দুধপাথরিতে জ্যোতির সঙ্গী ছিলেন। কলকাতায় জ্যোতিকে সঙ্গ দিয়েছিলেন সৌমিত।
  • ‘সন্ত্রাসবাদীদের বোন’ মন্তব্য। মন্ত্রী বিজয় শাহ-র আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। গৃহীত হলো না মন্ত্রীর ক্ষমা প্রার্থনাও। তদন্ত অব্যাহত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের।
  • ‘আন্দোলনকে আমি সমর্থন করি। যাঁরা উস্কানি দিচ্ছেন, তাঁরাই  মামলাটা করেছিলেন ওঁদের বিরুদ্ধে। চাকরিহারা শিক্ষকদের প্রতি আমার সিমপ্যাথি ছিল, থাকবে।’ মমতা বন্দ্যোপাধ্যায়।
  • গ্রেফতার ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ কুমার গোয়েল। ব্যাঙ্ক ফ্রড মামলায় তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করেছে ইডি।
  • ‘গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সবার আছে। আমার অনুরোধ আন্দোলন কখনও হিংসাত্মক যেন হয় না।’ চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে বার্তা অভিষেকের।
  • মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দল থেকে প্রত্যাহার ইউসুফের নাম। ‘কেন্দ্র ঠিক করতে পারে না কাকে প্রতিনিধি করবে তৃণমূল। বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করা উচিত ছিল’। মত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  • অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিতে খতম লস্কর-ই-তৈবার কুখ্যাত জঙ্গি আবু সাইফুল্লাহ। রাজাউল্লাহ নিজামনি নামেও পরিচিত ছিল সে।
  • সোপিয়ানে গ্রেফতার জঙ্গিদের দুই সঙ্গী। সোপিয়ানের ডিকে পোরা এলাকায় সেনা ও CRPF-এর যৌথ অভিযানে গ্রেফতার। ধৃতদের থেকে উদ্ধার ২টি পিস্তল, ৪টি গ্রেনেড, ৪৩ রাউন্ড গুলি। 
  • টিটাগড়ে আবাসনের মধ্যে বিস্ফোরণ। ওই আবাসনের বাসিন্দা টিটাগড় পুরসভার কাউন্সিলর।
  • মুম্বই-গোয়া হাইওয়ে থেকে নদীতে পড়ল গাড়ি। মৃত্যু ৫ আরোহীর। গুরুতর জখম গাড়ির চালক। মুম্বই থেকে দেবরুখ যাচ্ছিল গাড়িটি।
  • আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে মামলা। ১৭ জনকে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ। হাজিরা এড়ালে গ্রেফতারির হুঁশিয়ারি। ২১ মে হাজিরার নির্দেশ।
  • New Date 2025-5-20
  • New Time 05:24:18 AM
প্রতিপদের সকালেই হাজির “বর্ষণাসুর”, পুজোর দিনগুলি নিয়ে বাড়ছে আশঙ্কা….

29
September 2019

প্রতিপদের সকালেই হাজির “বর্ষণাসুর”, পুজোর দিনগুলি নিয়ে বাড়ছে আশঙ্কা….

কলকাতা: পূর্বাভাস সত্যি হয়েছে, মহালয়ার সকাল থেকেই শহরের পিছু নিয়েছে বৃষ্টি। আজ প্রতিপদ ও নবরাত্রীর প্রথম দিন। ভোর থেকেই অন্ধকার করে মুষলধারে বৃষ্টি নেমেছে শহরজুড়ে। রবিবার ভোর রাত থেকে এক নাগাড়ে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। হাওয়া অফিসের বার্তায় রয়েছে অশনি সংকেত। সোমবার পর্যন্ত টানা বৃষ্টি চললেও মঙ্গলবার ফের একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভবনা রয়েছে। এই নিম্নচাপটি তৈরি হলে পুজোয় উজ্বল দিন দেখার সম্ভবনা খুবই কম। রবিবার ভোরের বৃষ্টিতে কার্যত জলের নীচে চলে গেছে গোটা শহর। বেলার দিকে বৃষ্টি কিছুটা কমলেও শহরের বিভিন্ন প্রান্ত জলবন্দি হয়ে রয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কিছু প্যান্ডেলের কাজ।

শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিকে পুজোর আগে আজ শেষ রবিবার। কেনাকাটার জন্য আজই শেষ ছুটির দিন। দুপুরের পর থেকে ফের বৃষ্টি শুরু হলে পণ্ড হতে পারে শেষদিনের কেনাকাটা। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৭২ ঘন্টা নাগাড়ে বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে, পাশাপাশি মালদা ও দিনাজপুরে জারি করা হয়েছে সতর্কতা।

আরও পড়ুন : ধেয়ে আসছে বৃষ্টি! ৪৮ ঘন্টায় বৃষ্টি পণ্ড করতে পারে পুজো প্রস্তুতি

হাতে আর সময় নেই। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে বেশ কিছু বড় পুজো। এদিকে ভারী বর্ষণের পূর্বাভাস পেয়ে পুজো উদ্যোক্তাদের মাথায় হাত। মুর্তিতে শেষ তুলিরটান দিতে হিমশিম খেতে হচ্ছে কুমোরটুলির মৃৎশিল্পীদের। যেভাবেই হোক শেষ মুহুর্তের প্রস্তুতি সেরে নিতে পারলেও আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে পুজোর চার দিনের কথা ভেবে। পূর্বাভাস সত্যি করে বৃষ্টি যদি ভাসায়, তবে আমার আপনার পুজো প্ল্যানিং কি ক্যন্সেল!

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics