Date : 2024-04-26

বাজারে এল মশা তাড়ানোর সিলিং ফ্যান

ওয়েব ডেস্ক : সিলিং ফ্যান এবার তাড়াবে মশাও।এমনই এক সিলিং ফ্যান বাজারে নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি এলজি।শুধু তাই নয় এই ফ্যানে রয়েছে আরও বেশ কিছু ফিচারস।যেমন এই ফ্যানে রয়েছে ডুয়াল উইং ফ্যান ব্লেড যা ঘরের প্রতিটি কোণাতে বাতাস পৌছতে সক্ষম।ফ্যানের মধ্যেই রয়েছে একটি এলইডি ডিসপ্লে।

আরও পড়ুন: পড়ছে টাকার দাম, বাড়ছে তেলের দাম, ভারতীয় অর্থনীতিতে ধসের আশঙ্কা!

ওয়াইফাইয়ের মাধ্যমে এই ফ্যান অ্যামাজনের অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে চলতে সক্ষম।এছাড়া কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে এলজি থিন কিউ নামের একটি অ্যাপ যা দিয়ে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যাবে ফ্যানের গতিবেগ।২ বছরের ওয়ারেন্টি সহ এই ফ্যানের দাম ১৬,৯৯৯ টাকা।এবছরের জুলাই মাসে সিলিং ফ্যানের বাজারে পা রাখে বিখ্যাত ইলেকট্রনিক সংস্থা এলজি।৫ টি এধরনের সিলিং ফ্যান ইতিমধ্যেই বাজারে এনেছে তারা।