Date : 2024-04-19

শারদ শুভেচ্ছা জানাতে নিজের হাতে “কার্ড” আঁকলেন মুখ্যমন্ত্রী….

কলকাতা: শারদীয়ার শুভেচ্ছা বিনিময়ে এবার ভিন্ন কৌশল নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে ত্রিনয়নীর ছবি এঁকেছেন কার্ডে। সেই কার্ড নিয়েই শারদীয়ার শুভেচ্ছা জানাতে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন তৃণমূলের নেতা কর্মীরা। কার্ডের মধ্যে মুখ্যমন্ত্রী যেমন নিজেস্ব ঢঙে এঁকেছেন মা দুর্গার ছবি, তেমনই বাংলা ভাষা ও অক্ষরকে বিশেষভাবে সন্মান জানিয়েছেন। নীল আকাশে সাদা মেঘের মধ্যে ফুটে ওঠা মাতৃমূর্তির শরীরে বাংলা অক্ষর ভেসে আছে। পাশাপাশি “বাংলা” শব্দটিও শোভা পাচ্ছে। উৎসবের মরশুম যাতে বাংলার সকল মানুষ মিলিত ভাবে আনন্দ উৎসবে সামিল হতে পারেন ও বাংলার কোণায় কোণায় যাতে সম্প্রীতি বজায় থাকে সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন :হঠাৎ-ই দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, ‘রুটিন সফর’, জানালো তৃণমূল

এছাড়াও কার্ডে উৎসবের বার্তা স্বরূপ কাশফুল ও শিউলিফুলের ছবি রয়েছে। আপাতত ৩০০ কার্ড ছাপা হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের বিধায়করা এই কার্ড গুলি পৌঁছে দেবেন মানুষের কাছে। রাজনৈতিক মহলের মত, জনসংযোগের উদ্দেশ্যে কিছুদিন আগেই বিজেপির রাজ্য দফতরের মহিলা মোর্চার তরফ থেকে “দুয়ারে দুয়ারে পদ্মের আগমনী” নামের স্টিকার ছাপানো হয়েছে। তৃণমূলের তরফে পাল্টা শারদীয়ার কার্ড ছাপিয়ে তা বাড়ি বাড়ি বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে। জনসংযোগের জন্য যে বিজেপিকে টেক্কা দিতে তৃণমূলের পাল্টা চাল শারদীয়া কার্ড তা বলা বাহুল্য।