Date : 2024-04-26

হঠাৎ-ই দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, ‘রুটিন সফর’, জানালো তৃণমূল…

কলকাতা: সেভাবে খবর ছিল না আগে, মঙ্গলবার হঠাৎ-ই দিল্লির উদ্দেশ্যে উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বেশ কয়েকটি দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান বেশ কয়েকটি কাজ নিয়ে তিনি দিল্লি যাচ্ছেন। তিনি বলেন বিভিন্ন প্রকল্পে রাজ্যের বেশ কিছু টাকা বাকি আছে কেন্দ্রের কাছে। মঙ্গলবার ইন্ডিগোর উড়ান ৪১৭-এ দিল্লি রওনা দেন মমতা। বিকেল ৫.২৫ মিনিটে তাঁর দিল্লি পৌঁছনোর কথা। সোমবারই মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের কথা নবান্ন থেকে ঘোষণা হয়। তিনি বিমান বন্দরে এসে জানান, “সারা বছরই তো এখানে থাকি, ওখানে সাংসদ, রাষ্ট্রপতি আছেন, রাজ্য কেন্দ্র যোগাযোগের একটা দায়িত্ব তো থাকেই।” তবে বিরোধীরা অবশ্য কটাক্ষ করতে বাকি রাখেনি। বিরোধীদের দাবি, রাজীব কুমারকে রক্ষা করতেই মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন। প্রসঙ্গত, লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে গঠিত দ্বিতীয় মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় আমন্ত্রীত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অথচ তিনি উপস্থিত ছিলেন না। বিরোধীদের দাবি নস্যাৎ করে এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, নিয়ম মাফিক রুটিন সফরেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করতে পারেন। এদিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেনের সঙ্গে। তিনি তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করেন