কলকাতা: “অসমে ‘নাগরিক পঞ্জী’ হয়েছে, এবার বাংলায় হবে”, রাজ্য বিজেপি নেতৃত্বের বার বার এই হুঁশিয়ারীতে আতঙ্ক ছড়িয়েছে বর্ডার সংলগ্ন অঞ্চলগুলিতে। আতঙ্কিত মানুষকে অভয় দান করতে দিল্লি থেকে ফিরেই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। “অসমের নাগরিক পঞ্জী বাংলায় চালু হবে না, অযথা আতঙ্কিত হবেন না।” উল্লেখ্য, মুখ্যমন্ত্রী দিল্লি সফর করে এসেছেন। রাজ্যের একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। পুজোর পর একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে রাজ্যে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে এসেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি জানান, সাংবিধানিক বিষয়ে আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। আমাদের বাংলাদেশ নেপাল এই সমস্ত সীমান্ত রয়েছে। বাংলা খুব গুরুত্বপূর্ণ জায়গা। বিহার ঝাড়খন্ড বিহার সীমান্ত রয়েছে। এইসব বিষয়ে আলোচনা হয়েছে।
একটি চিঠি আমি দিয়েছি। অসময়ে যে 19 লক্ষ মানুষ ভাত কাছে যেখানে অনেক ভাষাভাষী মানুষ রয়েছে। ভারতীয় অথচ নাম বাদ গেছে তাদের জন্য সুযোগ দেওয়া উচিত। একটি চিঠি আমি দিয়েছি। অসময়ে যে 19 লক্ষ মানুষ ভাত কাছে যেখানে অনেক ভাষাভাষী মানুষ রয়েছে। ভারতীয় অথচ নাম বাদ গেছে তাদের জন্য সুযোগ দেওয়া উচিত। কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে এনআরসি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করলাম। পশ্চিমবঙ্গের এনআরসি নয় অসম এর এনআরসি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশ সব ভাষার মানুষের, সেটা আমাদের দেখতে হবে কেউ যাতে সমস্যা না করে সেটা আমাদের দেখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী খুব গুরুত্ব দিয়ে আমার কথা শুনেছেন। তিনি এদিন বলেন, এনআরসি নিয়ে অযথা বিচলিত না হয়ে ভোটার তালিকায় নাম তোলা জরুরি।