ওয়েব ডেস্ক : দাম কমল নোকিয়ার স্মার্টফোনের।নোকিয়ার ২ টি মোবাইল যথাক্রমে ৩.২ এবং ৪.২ বেশ কিছুদিন আগেই লঞ্চ করেছিল ভারতীয় বাজারে।সেই দুটি মডেলের দাম ছিল যথাক্রমে ৮,৯৯০ এবং ১০,৯৯০ টাকা।এবার সেই ফোন দুটির দাম কমে হচ্ছে যাথাক্রমে ৭,৯৯৯ এবং ৯,৪৯৯ টাকা।
নোকিয়ার ৩.২ তে রয়েছে ৬.২৬ ইঞ্চির স্ক্রীন।কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ৪২৯ প্রসেসর।২ জিবি ram এবং ১৬ এবং ৩২ জিবির ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ফোনের স্টোরেজ বাড়ানো যাবে ৪০০ জিবি পর্যন্ত।এছাড়া এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং সামনে সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।ফোনে থাকছে বায়োমেট্রিক স্ক্যানার।
আরও পড়ুন: অর্জুনের লক্ষ্যভেদ! চন্দ্রযান-২র পর তৈরি হচ্ছে “গগনযান”, নির্বাচিত ১২ জন পাইলট
অপর দিকে নোকিয়া ৪.২ তে রয়েছে ৫.৭১ ইঞ্চির স্ক্রীন।১৯:৯ এর অ্যাসপেক্ট রেশিয়ো।দেখতে অনেকটাই ৩.২ মডেলের মতন।এছাড়া এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপর্থ সেন্সর ক্যামেরা।সামনে সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। নোকিয়ার ৪.২ তে থাকছে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম।এতে রয়েছে কোয়ালকমের ৪৩৯ প্রসেসর। ৩০০০ এমএইচের ব্যটারি থাকছে ফোনটিতে।