Date : 2024-03-28

ভোরবেলা রূপনারায়ণে ডুবল যাত্রী বোঝাই নৌকা, চলছে উদ্ধারকার্য, নিখোঁজ বহু…

ওয়েব ডেস্ক: রূপনারয়ণের বুকে ভয়াবহ নৌকাডুবি। জোয়ারের জলে ভেসে গেল যাত্রী বোঝাই নৌকা। সূত্রের খবর দুর্ঘটনার সময় ওই নৌকায় প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। সোমবার ভোরে মহিষাদলের রূপনারায়ণ নদের ঢেউয়ের তোড়ে ভেসে যায় নৌকা। নৌকোটি রূপনারায়ণের মায়াচর দ্বিপের ফেরিঘাট থেকে অমৃতবেড়িয়ার দিকে যাচ্ছিল। মাঝ নদীতে প্রবল ঢেউয়ের মুখে পড়ে নৌকাটি যাত্রী সমেত উল্টে যায়। মাঝনদীতে উল্টে যাওয়ায় বিপদের মধ্যে পড়েন যাত্রীরা। কয়েকজন কোন মতে সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে পারলেও বহুযাত্রীর নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন: সেতু উদ্বোধনে রাজ্যের হস্তক্ষেপে আপত্তি কেন্দ্রের, পোস্টার, ব্যারিকেট লাগাল রেল

শেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ১০ থেকে ১৬ জন যাত্রীকে উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি বহুযাত্রীর। নিখোঁজ যাত্রীদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোন মৃত্যুর খবর মেলেনি। সূত্রের খবর, নৌকায় যতজন যাত্রী ছিলেন ততগুলি লাইফ জ্যাকেট ছিল না। তাছাড়াও নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা হয়। তবে এখনও পর্যন্ত নৌকায় কতজন যাত্রী ছিল তা সঠিকভাবে জানা যায়নি। পুলিশ সূত্রের খবর, দ্রুতযাত্রী উদ্ধারর প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, এর আগেও রূপনারায়ণে চড়ুইভাতি করতে গিয়ে নৌকাডুবির ঘটনায় বহু যাত্রীর প্রাণ যায়। অতিরিক্ত যাত্রী বোঝাই করা এবং পর্যাপ্ত পরিমানে লাইফ জ্যাকেটের ব্যাবস্থা নৌকায় না থাকার ফলে কারণেই এই ধরণের দুর্ঘটনা ঘটেছে বলে মত পুলিশ আধিকারিদের।