ওয়েব ডেস্ক : রাজ্যের নতুন মুখ্যসচিব হতে পারেন রাজীব সিনহা। আগামী ৩০ সেপ্টেম্বর বর্তমান রাজ্যের মুখ্য সচিবের পদ থেকে অবসর নিতে চলেছেন মলয় দে। আর তার আগেই যে নামটা উঠে আসছে পরবর্তী মুখ্য সচিব হিসাবে তিনি বর্তমান স্বাস্থ্য সচিবের দায়িত্বে আছেন। অভিজ্ঞতার ভিত্তিতে রাজীব বাবু যথেষ্ট প্রবীন। এর আগে স্বাস্থ্য, শিল্পসহ একাধিক দফতর সামলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন তিনি। বলে রাখা ভালো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় শেষ মুহুর্তেই তার সিদ্ধান্ত জানান, এর আগেও প্রশাসনির পদে রদবদলের ক্ষেত্রে শেষ মুহুর্তেই নাম ঘোষণা করেছেন।
নাম ঘোষাণার আগে তিনি ঘনিষ্ঠ মহলে আলোচনা করেছেন। সেই সূত্রেই খবর, রাজীব সিনহা আপাতত মুখ্য সচিব হওয়ার সম্ভবনা রয়েছে। এর আগে মলয়বাবু মুখ্য সচিব হওয়ার সময় অনেকে ধরেই নিয়েছিলেন তৎকালীন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হবেন। কিন্তু প্রায় সবাইকে চমকে দিয়ে অত্রি ভট্টাচার্যকে স্বরাষ্ট্র সচিব করেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও অত্রি ভট্টাচার্য সে জন্য সুযোগ্য ছিলেন কিনা তা নিয়ে আমলাদের মধ্যে থেকেই ঘরোয়া আলোচনায় প্রশ্ন উঠেছিল। যদিও এরপর অত্রি ভট্টাচার্যকে তিনি স্বরাষ্ট্র সচিবের পদ থেকে সরিয়ে দেন। আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয় ওই পদে। সুতরাং আগামী মুখ্য সচিব কে তা ৩০ তারিখ মলয় দে অবসর নেওয়ার পরেই নিশ্চিত ভাবে জানা যাবে।