Date : 2024-04-26

স্বার্থের সংঘাত নিয়ে মুখ খুললেন সৌরভ

ওয়েব ডেস্ক : স্বার্থের সংঘাত নিয়ে এবার সৌরভের নাম জড়িয়ে যাওয়া নিয়ে তোলপাড় ক্রিকেট মহল। তবে সেইসবকে পাশে সরিয়ে পরিষ্কারভাবে সৌরভ জানিয়ে দিলেন বর্তমানে তার একটাই পদ এবং সেটি সিএবি প্রেসিডেন্টের পদ।স্বার্থের সংঘাত নিয়ে এর আগেও আরও এক প্রাক্তন ক্রিকেটার দ্রাবিড়ের বিরুদ্ধে অভিযোগ এসেছিল।এবার সেই একই অভিযোগ এল সৌরভের বিরুদ্ধেও।গত আইপিএল চলাকালীন সৌরভের বিরুদ্ধে বেশ কয়েকজনের অভিযোগ ছিল যে তিনি নাকি একই সঙ্গে সিএবি এবং দিল্লি ক্যাপিটালসের প্রেসিডেন্ট পদ সামলাচ্ছেন।যাতে স্বার্থের সংঘাত হয়েছে বলে দাবি করেছেন অনেকেই।সেই নিয়েই যাবতীয় তথ্য বোর্ডকে পাঠিয়ে দিয়েছিলেন বোর্ড ওম্বুডসম্যান ডিকে জৈন ।এবং সেখানে জানানো হয়েছে যেকোনো ২ টি পদের মধ্যে অন্তত একটি পদে থাকতে পারবেন সৌরভ।

আরও পড়ুন : ‘পদ্ম’ পুরষ্কারে ৯ জন মহিলা ক্রীড়াবিদের নাম পাঠাল ক্রীড়া মন্ত্রক

তবে এর পরিপ্রেক্ষিতে জবাবও দিয়েছেন সৌরভ, তার বক্তব্য “স্বার্থের সংঘাত কোথায় আমার? আমি বোর্ডের কোনও কমিটিতে নেই। ক্রিকেট উপদেষ্টা কমিটি ছেড়ে দিয়েছি। টেকনিক্যাল কমিটি ছেড়ে দিয়েছি। দিল্লি ক্যাপিটালসের আইপিএল মরসুমও শেষ হয়ে গিয়েছে। আমার এখন একটাই পদ। আমি এখন শুধুই সিএবি প্রেসিডেন্ট।” আগামী ২২ অক্টোবর সিএবি নির্বাচন।তার আগে স্বার্থের সংঘাত নিয়ে যেভাবে অভিযোগ উঠে আসছে প্রাক্তন খেলোড়ারদের নিয়ে সেদিক থেকে এবারের নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।