Date : 2024-03-29

কিশোরীর পেটে আটকে ১ কেজি চুল! মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রপচার মিলল স্বস্তি…

কলকাতা: ফের বিরল অস্ত্রপচারের সাক্ষী রইল কলকাতা মেডিক্যাল কলেজ। পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন এক কিশোরী। পরীক্ষা করে দেখা যায় পেটের ভিতর রয়েছে দলাপাকানো চুল। শনিবার রাতে এই অস্ত্রপচার করেন মেডিক্যাল কলেজের ডাক্তাররা। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার তৈরালার ওই কিশোরী নিজের চুল নিজেই খেয়ে ফেলতেন। ফলে পেটের মধ্যে জমতে শুরু করেছিল চুল। শনিবার মেডিক্যাল কলেজের ৬ জন অভিজ্ঞ ডাক্তারের একটি টিম এই অস্ত্রপচার করেন। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় রাপুঞ্জেল সিনড্রোম।

আরও পড়ুন :দীর্ঘ ১০ বছর শরীরে কৃত্রিম হৃদযন্ত্র! রেকর্ড করলেন কলকাতার সন্তোষ দুগার

আর এই রোগকে বলা হয় ট্রিচোবেজোর। ঠিক সময় অস্ত্রপচার না করলে এই ধরনের সমস্যায় মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটল সেই প্রশ্ন খুঁজতে গিয়ে ওই কিশোরীর বাড়ির লোকরা জানিয়েছেন, ৩ বছর আগে থেকে ওই কিশোরী নিজের চুল খেয়ে ফেলা শুরু করেন। এরপর থেকেই পেটের যন্ত্রণা শুরু হয় তার। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ডাক্তার দেখিয়েও মেলেনি সুরাহা। শুক্রবার তাকে ডাক্তাররা মেডিক্যাল কলেজে ভর্তি করে নেয়। এরপর একাধিক পরীক্ষা করে পেটের মধ্যে চুলের দলার হদিশ মেলে। ডাক্তারা অস্ত্রপচার করে তা বের করার সিদ্ধান্ত নেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে ওই কিশোরী যেন আর চুল না খায় তার জন্য কাউন্সিলিং করানো হয়েছে। আপাতত সে সুস্থই আছে।