ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার মরুভূমির, চারদিক ধু ধু করছে। যতদূর চোখ যাবে শুধুই বালি নজরে আসবে। সেই মরুভূমি থেকে উদ্ধার হল কিনা বাংলা বই। কিভাবে সম্ভব! সেই মরুভূমি থেকে উদ্ধার হল উনবিংশ শতাব্দির একটি বাংলা বই। বইটির প্রতিটি পৃষ্ঠা ক্ষয়প্রাপ্ত। লাল হয়ে গিয়েছে বইয়ের মলাট ও পাতাগুলি। ধাপসা হয়ে গেছে লেখা অক্ষরগুলি। প্রথমে মনে করা হয়েছিল বইটি কোরান, কিন্তু পরে দেখা যায় ওটি উনবিংশ শতাব্দীর একটি বাংলা বই। একজন বাংলাদেশী শিক্ষাবিদ বইটির পরিচয় উদ্ধার করেন। এই শিক্ষাবিদের মত, ওই সময় বাংলা অস্ট্রেলিয়া বানিজ্য চলত।
ভারত থেকে উট নিয়ে যাওয়া হত অস্ট্রেলিয়ায়। উটের ব্যাবসা করতে অস্ট্রেলিয়া যেতেন বাংলার ব্যবসায়ীরা। সেই কারণেই হয়তো বাংলা বই পাওয়া গেল অস্ট্রেলিয়ার মরুভূমি থেকে। কোন কারণে হয়তো ওই বইটি অস্ট্রেলিয়ার মরুভূমিতে পড়ে যায়। সেই কারণেই এই বইটি হয়তো মরুভূমি থেকে পাওয়া গেল। অনেকের আবার মত, বাঙালি মেয়েরা অস্ট্রেলিয়ায় গভর্নেসের কাজ করতেন বেশি রোজগারের আশায়। তাদের কারও কাছেই হয়তো ছিল এই বইটি। সেই বই হয়তো হারিয়ে গিয়েছিল, এরপর বহু বাঙালী ব্যাবসায়ী কর্মসূত্রে ওখানেই থেকে গেছে। বইটি প্রকাশ হয়েছে ১৮৬১ সালে। মধ্য অস্ট্রেলিয়া মরুভূমির মাঝখান থেকে উদ্ধার হয়েছে বইটি। বইটি পরীক্ষা করে মনে করা হচ্ছে এটি কোন কবিতার বই।