ওয়েব ডেস্ক: কেটে রাখা সব্জির পাশেই খুলে রেখেছিলেন সোনার গহনা। তারপর না দেখেই আবর্জনার সঙ্গে ফেলে দিয়েছেন সোনার গহনা। খেয়াল হতেই মাথায় বাজ পড়ল গৃহিনীর, দেড় লক্ষ টাকার গহনা খুঁজেও কুল পাচ্ছেন না সে। শেষে জানা গেল আবর্জনার সঙ্গে ওই সোনার গহনা উদরস্ত করেছে একটি ষাঁড়। বৃষের কীর্তি দেখা ছাড়া কিছু করারও নেই। সে বা কি করে জানবে গহনার মূল্য। ঘটনাটি ঘটেছে হরিয়ানার শীর্ষ গ্রামে। ওই পরিবারের সদস্য জানান, বাড়ির বউ সব্জি কাটতে কাটতে হাত থেকে কিছু গহনা খুলে একটি বাটিতে রেখে দেন।
কথা বলতে বলতে ওই গয়নার পাত্রের উপরেই কাটা সবজির আবর্জনা জমা করতে শুরু করেন দু’জনে। সবজি কাটা শেষ হতেই কাটা সবজির আবর্জনা ধরে আস্তাকুঁড়ে ফেলে দেন। …ব্যস! তারপর বাকি কাজটা সেরেছে ওই ষাঁড়। পরিবার সূত্রে খবর, প্রায় ৪০ গ্রাম সেনা খেয়ে ফেলেছে ষাঁড়টি। বর্তমানে সোনার মূল্য অনুযায়ী ওই সোনার দাম প্রায় ১ লক্ষ ৫৫ হাজার টাকা। পরিবারের সদস্যরা অবশ্য আশা ছাড়েননি। ষাঁড়ের পিছু নিয়েছে তারা। যেখানেই মল ত্যাগ করুক না কেন, সেখানেই উদ্ধার হবে ওই সোনা। এমন ধারনা নিয়ে বসে আছেন পরিবারের সদস্যরা।