ওয়েব ডেস্ক: জিয়াগঞ্জ হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরব হলেন অভিনেত্রী অপর্ণা সেন। একই সঙ্গে অপরাধীরা যাতে ছাড়া না পায় তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তিনি। দশমীর মধ্যে জিয়াগঞ্জে স্কুল শিক্ষক ও তাঁর স্ত্রী, সন্তানকে নৃশংস ভাবে খুনের ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমের শিরোমানে উঠে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্য বিজেপি সংগঠনের পক্ষ থেকে দাবী করা হয়েছে, নিহত স্কুল শিক্ষক RSS-এর সদস্য ছিলেন।
গর্ভবতী মহিলা ও আট বছরের শিশু সন্তানকে নৃশংস হত্যা নিয়ে মুখ খুলতে বাকি রাখেননি বুদ্ধিজীবীরাও। শুক্রবার নিজের টুইট্যার হ্যাণ্ডেলে টুইট করে তিনি বলেন, ‘আমাদের এই পশ্চিমবঙ্গে RSS কর্মীর গর্ভবতী স্ত্রী ও সন্তানকে নৃশংস ভাবে খুন করা হল! যে কারণেই হত্যাকাণ্ড ঘটুক না কেন নিজেদের ওপর লজ্জা হচ্ছে। মাননীয়া মুখ্যমন্ত্রী দয়া করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন। রাজনৈতিক ভেদাভেদ ব্যতিরেকে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের দায় আপনার। আপনি সবারই মুখ্যমন্ত্রী।’ অপর্ণা সেনের বয়ানের মধ্যে মুখ্যমন্ত্রীকে রাজনীতির উর্ধ্বে উঠে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার আবেদনের কথা উঠে এসেছে। লোকসভা নির্বাচনের সময় “জয় শ্রী রাম” স্লোগানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রসঙ্গেও মুখ খুলেছিলেন অপর্ণা সেন। “জয় শ্রী রাম” কোন রাষ্ট্র বিরোধী স্লোগান নয়। মুখ্যমন্ত্রীর অসহিষ্ণু মনভাবের সমালোচনা করেন অপর্ণা সেন।