Date : 2024-04-25

বিধ্বংসী আগুন হাসপাতালে, ইনকিউবেটরের মধ্যেই ঝলসে গেল সদ্যজাত….

ওয়েব ডেস্ক: হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালের পঞ্চম তলে বিধ্বংসী আগুন। ইনকিউবেটারের মধ্যেই মৃত্যু হল ৩ মাসের সদ্যজাত একটি শিশুর। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই একই ঘরে এনআইসিএউ(NICU) ইউনিটে থাকা অন্যান্য সদ্যজাতদের অবস্থাও আশঙ্কাজনক। অনেকেই পুড়ে গিয়েছেন আগুনের তাপে। কোন মতে শিশুগুলিকে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হলেও একটি শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। হায়দরাবাদের এলবি নগরের শাইন চিল্ড্রেন হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে শর্ট সার্কিটের কারণেই এই বিধ্বংসী আগুন হাসপাতালের পঞ্চম তলে ছড়িয়ে পড়ে। অসুস্থ এক শিশুর বাবা জানিয়েছেন, এই নিয়ে তৃতীয়বার হাসপাতালে আগুন লাগলেও ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। তিনি জানিয়েছেন তার ৪ দিনের শিশুকে অসুস্থতার জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রাখা হয়।

আরও পড়ুন : ডেনমার্কে রক্তাক্ত সমুদ্র

কিন্তু আগুন লাগার ফলে আশঙ্কাজনক ভাবে পুড়ে গিয়েছে তার মাত্র চারদিনের সন্তান। রবিবার ভোররাতে আগুন লাগে হাসপাতালে। সব মিলিয়ে প্রায় ৪২ শিশু ভর্তি ছিল ওই হাসপাতালে। ঘটনায় তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিভাবকরা। অধিকাংশ অভিভাবকের দাবি, আগুন লাগলেও আগুনের ভয়াবহতা সম্পর্কে কিছুই জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের মালিক সুনীল কুমারের বিরুদ্ধে মামলা করেছে পুলিস। তালা দিয়ে দেওয়া হয়েছে ভবনটিতে। পুলিশ সূত্রের খবর, আগ্নি নির্বাপনের ছাড়পত্র অনেকদিন আগে মেয়াদ উত্তীর্ণ হলেও তা আবার রিনিউ করা হয়নি।