ওয়েব ডেস্ক: সব জল্পনার শেষ, হরিয়ানায় সরকার গড়তে চলেছে বিজেপি। নিজেদের ৪০টি আসন ছাড়াও ৬জন বিধায়কের সমর্থন পেয়েছে বিজেপি। সমর্থন করেছে ১ জন ভারতীয় লোকদল বিধায়কও। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, এই সমর্থনের ফলে তাদের ম্যাজিক ফিগার জোড়ার করা সম্ভব। হরিয়ানা লোকহিত পার্টির সুপ্রিমো গোপাল কান্দা সরকারিভাবে বিজেপিকে সমর্থন করার ঘোষণা করেন। এর ফলে, কংগ্রেস এবং দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টির জোট অনেকটাই প্রাসঙ্গিকতা হারাল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
যদিও বিশেষজ্ঞদের একাংশের দাবি, এখনও পর্যন্ত সুঁতোয় ঝুলছে হরিয়ানার ভাগ্য। তবে রাজনৈতিক মহলের মত, এই সমীকরণ যদি শেষ পর্যন্ত বিজেপি টিকিয়ে রাখতে না পরে তবে বাজিমাত করতে পারে কংগ্রেস। কংগ্রেস এই মুহুর্তে জেজেপি-র ১০ জয়ী প্রার্থীর সমর্থন নিয়ে এখন ৪২টি আসনে রয়েছেন। কর্ণাটক মডেলে কংগ্রেস যদি এগিয়ে যায় তবে তাদের তরফ থেকে দুষ্মন্ত চৌটালাকে মুখ্যমন্ত্রী করা নিয়েও কংগ্রেসের তরফে কোন আপত্তি উঠবে না। কংগ্রেসের কর্ণাটক মডেলে তাই বিজেপির সরকার গড়ার পথে সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এদিকে নির্দল প্রার্থীদের মধ্যে থেকে কেউ কেউ নিজের পছন্দ মতো পদ না পেলে বিজেপির সমর্থন ছাড়তে পারে। তাই বিজেপি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলেও প্রশ্ন থেকেই যাচ্ছে।