Date : 2024-04-19

দেশে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, রিপোর্ট ন্যাশানাল ক্রাইম ব্যুরোর….

কলকাতা : “দ্য সিটি অফ জয়”, অর্থাৎ আনন্দের শহর। দেশি-বিদেশী পর্যটকদের কাছে কলকাতার নামের সঙ্গে জুড়ে রয়েছে এই পরিচয়। উৎসব,আনন্দের শহরে হিংসা বা অপরাধের সংখ্যা খুবই কম এমনটাই মনে করছে ন্যাশানাল ক্রাইম ব্যুরো। দেশের ১৯ শহরের মধ্যে কলকাতাই সবচেয়ে নিরাপদ। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে কলকাতায় অপরাধের সংখ্যা দেশের অন্যান্য শহরের থেকে অনেক কম বলে দাবি করা হয়েছে ন্যাশানাল ক্রাইম ব্যুরোর রিপোর্টে। প্রতি একলক্ষ জনসংখ্যার নিরিখে কলকাতায় অপরাধের সংখ্যা অনেক কম। ২০১৭ সালে এক লক্ষ জনসংখ্যার পিছনে কলকাতায় অপরাধের সংখ্যা ছিল ১৪১.২। তার আগের বছর অর্থাৎ ২০১৬ সালে এই সংখ্যাটাই ছিল ১৫৯.৬। এই নিরিখে গোটা দেশের গড় ৪৬২.২। অর্থাৎ, এক লক্ষ জনসংখ্যার পিছনে অপরাধের সংখ্যার নিরিখে গোটা দেশের গড়ের তুলনায় কয়েক যোজন এগিয়ে কলকাতা।

আরও পড়ুন : টালা ব্রিজ জট কাটাতে বাড়তি বাস, ট্রেন, মেট্রো ও অটো চালাবে রাজ্য

এই তালিকায় কলকাতার পরেই রয়েছে কোয়েম্বাটোরের নাম। এরপর তৃতীয় স্থানে রয়েছে হায়দ্রাবাদ। পর পর ৪ বছরের পরিংখ্যান বলছে কলকাতায় কমেছে ক্রাইমের সংখ্যা। তবে কলকাতার অনুপাতে অনেকটাই পিছিয়ে আছে বাংলা। সারা দেশের মধ্যে বাংলা অপরাধের দিক থেকে ১১ নম্বর স্থানে আছেন। তবে বছর ৪ আগে এই তালিকায় ১৯ তম স্থানে ছিল বাংলা। সেই অনুপাতে অপরাধের সংখ্যা অনেকটাই কমেছে। তবে অপরাধের তালিকায় দেশের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ।