ওয়েব ডেস্ক : নতুন এয়ার পড বাজারে নিয়ে এল অ্যাপল।এয়ারপড প্রো নামের এই নতুন হেডফোনটিতে রয়েছে একাধিক বৈশিষ্ট্য।এতে রয়েছে নয়েজ ক্যানসেলেশন।যা গান শোনার সময় আপনার বাইরের শব্দকে আপনার কাছ থেকে দূরে রাখবে।একবার চার্জ করলে এই এয়ারপড প্রায় সাড়ে চার ঘণ্টা চলতে সক্ষম।শুধু তাই নয় মাত্র ৫ মিনিটের চার্জে এই এযারপড প্রায় ১ ঘন্টা চলবে খুব সহজেই বলে দাবি সংস্থার।যাদের অ্যাপেলের অন্যান্য গ্যাজেট রয়েছে তারা এই এয়ারপড ব্যবহার করতে পারেন খুব সহজেই।
আরও পড়ুন: সুপার কম্পিউটার প্রসেসর বাজারে আনার দাবি গুগলের
তবে অ্যাপেলের যে গ্যাজেটগুলিতে চলবে এই এয়ারপড তাদের ক্ষেত্রে ভার্সনগুলিও একবর দেখে নেওয়া দরকার। যেমন, আইওএস অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ১৩.২ বা তার পরের ভার্সন হওয়া চাই।আইপডের ক্ষেত্রে ও ১৩.২ হওয়া চাই।অ্যাপেলের ঘড়ির ক্ষেত্রে ৬.১ বা তার পরবর্তী অপারেটিং সিস্টেম ভার্সন,টিভি অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ১৩.২ অপারেটিং সিস্টেম ভার্সন, ম্যাক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ক্যাটালিনার ১০.১৫.১ ভার্সন বা তার পরবর্তী ভার্সন হওয়া জরুরী।ভারতের বাজারে এই এয়ার পডের মূল্য প্রায় ২৪,৯০০ টাকা।তবে ভারতে কবে এই এয়ার পড আসবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।